বর্ষার বাড় বাড়ন্তে দুর্গাপুজোর মণ্ডের কাজ সমস্যায় গোটা কলকাতা শহর জুড়ে। সেই বর্ষাতেই এখনও বেহাল হয়ে চলেছে শহরের রাস্তাঘাট। এরই মধ্যে রবিবার মহালয়া, শহরের পুজোর ঢাকে কাঠি। তার আগে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ঘুরে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেই সঙ্গে গাড়ি থামিয়ে শুনলেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগও।

শুক্রবার হরিদেবপুর, কলকাতা পুরসভার ১১, ১৬ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শনে (survey) বেরোন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গোটা শহর দুর্গোৎসবের জন্য সেজে ওঠা শুরু হয়েছে। পুলিশ থেকে প্রশাসন সুষ্ঠু ও নিরাপদ পুজোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। তারই অঙ্গ হিসাবে পরিদর্শন করছেন মেয়রও। বিভিন্ন এলাকার ভাঙা রাস্তা ও জমা জলের পরিস্থিতি দেখতেই মূলত বেরিয়েছিলেন তিনি।

হরিদেবপুর এলাকায় এই বর্ষায় জমা জলের সমস্যা বেশি হয়েছে। সেখানে পরিদর্শনে গেলে স্থানীয় এক মহিলা হাত জোড় করে এগিয়ে আসেন। এলাকার জমা জলের সমস্যার সমাধানের অনুরোধ জানান। মেয়র জানান, এবছর বেশি বর্ষার জন্য এখনও বিভিন্ন জায়গায় এই সমস্যা রয়ে গিয়েছে। পুরসভা নিরন্তর সেই সমস্যার সমাধানে কাজ করে চলেছে।

আরও পড়ুন: ১৩ হাজার শতায়ু! এখনও কত নাম তালিকা থেকে মোছেনি কমিশন, তার প্রমাণ

এদিন এলাকা পরিদর্শন করে মেয়র ফিরহাদ হাকিম জানান, ভাঙা রাস্তার মেরামতির কাজ বেশিরভাগ জায়গায় হয়ে গিয়েছে। জলের প্রকল্পের কাজ চলার জন্য কিছু জায়গায় রাস্তা এখনও ভাঙা রয়েছে। শনিবার তিনি সল্টলেক এলাকায় পরিদর্শনে যাবেন।

–

–

–

–

–