Saturday, November 15, 2025

ছাব্বিশের আগে চন্দ্রনাথকে নিয়ে তৎপরতা! ED-র ভূমিকা নিয়ে প্রশ্ন বিচারকেরও

Date:

Share post:

যত ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের বাংলায় সক্রিয় কেন্দ্রীয় এজেন্সির। এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে (Chandranath Sinha ) হেফাজতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগ এনেছে কেন্দ্রীয় এজেন্সি। তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে প্রভাবশালী তত্ত্বে শনিবার তাঁকে ৭দিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে ED। শুনানিতে তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন খোদ বিচারক। ইডিকে প্রশ্ন করেন, “আপনারা তো চার্জশিট দাখিল করার আগেই অনেক তথ্য পেয়েছিলেন। বয়ান নথিবদ্ধ করার পর ১১ মাস পরে কেন চার্জশিট দিলেন? কেন এত দিন অপেক্ষা করলেন?” দুপক্ষের শুনানির পরে রায়দান স্থগিত রাখেন বিচারক। বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহা জানিয়ে দিলেন, মঙ্গলবার দুপুর ২টোয় রায় দেবেন তিনি।

সূত্রের খবর, মন্ত্রীকে হেফাজতে নিতে চেয়ে এদিন আদালতে একাধিক নথি পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদের অভিযোগ, শিক্ষক নিয়োগ মামলার সঙ্গে সরাসরি যুক্ত চন্দ্রনাথ। ২০১৬ সালের শেষের দিকে বিপুল অঙ্কের টাকা নগদে নিয়েছিলেন বলে অভিযোগ কেন্দ্রীয় সংস্থার। গতবছর মন্ত্রীর বোলপুরের বাড়িতে অভিযান চালিয়ে ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। অভিযোগ, মধ্যে মাত্র ১৯ লক্ষের হিসেব দেখান চন্দ্রনাথ। বাকি টাকার হিসেব দিতে পারেননি বলে আদালতে জানিয়েছে ইডি। ৬ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে হিসেব দিয়েছিলেন চন্দ্রনাথ। তদন্তকারীদের অভিযোগ, ১৯ লক্ষ টাকার উৎস স্পষ্ট নয়। কৃষি কাজ ও রিয়েল এস্টেট থেকে টাকা এসেছে বলে দাবি করলেও তার সপক্ষে কোনও নথি মন্ত্রী দেখাতে পারেননি বলে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। চার্জশিটের ৩৮ ও ৩৯ নম্বর পাতায় ইডির দাবি, ৯০ লক্ষ টাকা আয়কর বাবদ জরিমানা দিয়েছিলেন চন্দ্রনাথ। কিন্তু সেই টাকার উৎস জানাতে পারেননি। আয়কর রিটার্ন ও প্রকৃত আয়ের মধ্যে বিস্তর গরমিল ধরা পড়েছে বলেও অভিযোগ। শুধু মন্ত্রী নন, তাঁর স্ত্রী ও দুই ছেলের অ্যাকাউন্টেও বিপুল অঙ্কের টাকা জমা হয়েছে।

শনিবারের শুনানিতে তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন খোদ বিচারক। ইডির আইনজীবীকে তাঁর প্রশ্ন, “আপনারা তো চার্জশিট দাখিল করার আগেই অনেক তথ্য পেয়েছিলেন। বয়ান নথিবদ্ধ করার পর ১১ মাস পরে কেন চার্জশিট দিলেন? কেন এত দিন অপেক্ষা করলেন?” জবাবে ইডির আইনজীবী জানান, “তল্লাশি এবং বয়ান নথিবদ্ধ করার মাঝে পঞ্চম চার্জশিট জমা পড়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছিল। আধিকারিকেরা সেই দিকে ব্যস্ত হয়ে পড়েন।“ পাল্টা চন্দ্রনাথের আইনজীবী ইডি হেফাজতের বিরোধিতা করে বলেন, পরবর্তী তদন্তের জন‍্য অন্য যে কোনও শর্ত দেওয়া হোক। আদালত বললে তদন্তের স্বার্থে ইডির কাছে যাবেন চন্দ্রনাথ।

দুপক্ষের শুনানির পর বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহা জানান, মঙ্গলবার দুপুর ২টোয় রায় দেবেন তিনি। আদালত চন্দ্রনাথের অন্তর্বর্তী জামিন বহাল রাখে না কি ইডির আবেদন মেনে নেয় সেটাই দেখার।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...