Sunday, November 16, 2025

গড়তে পারে না, শুধু ভাঙে! বিজেপিকে একযোগে আক্রমণ মানস-শশী-স্নেহাশিসের 

Date:

Share post:

বিজেপি দল তৈরি করতে পারে না। তাই ওরা দল ভাঙানোর চেষ্টা করে। কিন্তু তৃণমূল একজন কর্মীকেও নেতা হিসেবে তৈরি করার ক্ষমতা রাখে। শনিবার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পঞ্চায়েতি রাজ্য শাখার সম্মেলন থেকে এমনটাই জানালেন মন্ত্রী শশী পাঁজা। এদিনের রাজ্য সম্মেলনে শশী পাঁজার পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া, স্নেহাশিস চক্রবর্তী, প্রদীপ মজুমদার প্রমুখ।

এদিনের সম্মেলন থেকে শশী পাঁজা বলেন, বিজেপি ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষদের যেভাবে হেনস্তা করছে তাতে ওরা ভেবেছিল আমরাও এখানে হিন্দিভাষীদের একইভাবে হেনস্থা করব বা ওদের প্ররোচনায় পা দেব। কিন্তু বাংলা সেই শিক্ষায় শিক্ষিত নয়। আমাদের এখানে আমরা নানান জাতি-ধর্ম সকলকে একসঙ্গে নিয়ে থাকি। একই সঙ্গে পঞ্চায়েতের জন্য মুখ্যমন্ত্রী যে অসাধ্যসাধন করেছেন সে কথাও এদিন তুলে ধরেন তিনি।

অপরদিকে, মানস ভুঁইয়া বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে পঞ্চায়েত, স্বাস্থ্য ও শিক্ষাখাতে। মুখ্যমন্ত্রী পঞ্চায়েত এলাকার জন্য যে হারে টাকা বরাদ্দ করেছেন এবং উন্নয়ন করেছেন তাতে এভাবে চলতে থাকলে আমরা হাসতে হাসতে যেকোনও পঞ্চায়েত নির্বাচন জিতে যাব। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও নিজের তহবিল থেকে মুখ্যমন্ত্রী রাস্তা তৈরি করেছেন, বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছেন। এইসব দেখে ফেডারেশনের মানুষজনকে এগিয়ে আসতে হবে বাংলার মানুষদের ঘরে ঘরে গিয়ে বোঝানোর জন্য। খোঁজ রাখতে হবে পঞ্চায়েত এলাকার ঘরের মা-বোনেরা কেমন আছে। এমনকী ফেডারেশনের কেউ নিঃশব্দে পদ্ম শিবিরের রয়েছে কি না সেদিকেও নজর রাখতে হবে বলে পরামর্শ দেন সেচ দফতরের মন্ত্রী।

পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, যে সমস্ত বড় বড় রাজ্যে বা গোটা দেশে ডিক্টেটারশিপ রয়েছে, সেখানে কখনই সাধারণ মানুষের মতামত নিতে দেখা যায় না। কিন্তু এই রাজ্যে সেই অসাধ্যকেও সাধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মধ্যে দিয়ে সাধারণ মানুষ ঠিক করছেন, তার এলাকার সমস্যা কীভাবে সমাধান করা হবে। ছোট ছোট সমস্যার কথা তারা তুলে ধরছেন। এখানে কোনও সাংসদ, বিধায়ক, নেতা-মন্ত্রীর কথা চলবে না। একেবারে তৃণমূল স্তরে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – মার্কিন সংস্থার ভারতীয় কর্মীদের কী হবে: মাইক্রোসফট, অ্যামাজনের বিজ্ঞপ্তি

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...