সিজার অ্যাটাকের পরে হাসপাতালে দুঘণ্টা! জুবিনের মৃত্যুতে সিআইডি তদন্ত

Date:

Share post:

গতকাল পর্যন্ত সিঙ্গাপুরের সংবাদপত্রের প্রথম পাতার খবরে ছিলেন জুবিন গর্গ। গায়ক হিসাবে। শনিবার সেই ছবিটাই বদলে গিয়ে ফের সংবাদপত্রের শিরোনামে জুবিন। এবার মৃত্যুর পরে শ্রদ্ধাঞ্জলীর জন্য। যেভাবে জলের তলার সিজার অ্যাটাক হয়ে মাত্র ৫২-তে ভক্ত, অনুরাগীদের কাঁদিয়ে বিদায় নিলেন জুবিন গর্গ (Zubeen Garg), তাতে অনেকেই প্রশ্ন তুলেছেন। অসম (Assam) সরকার ইতিমধ্যেই সঙ্গী দুজনের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও প্রয়াত গায়কের স্ত্রীয়ের দাবি, আগেও একাধিকবার এরকম সিজার অ্যাটাক (seizure attack) থেকে বেঁচে ফিরেছেন তিনি। এবার আর শেষ রক্ষা হল না।

জুবিনের মৃত্যুর পরে নর্থইস্ট ফেস্টিভ্যালের মূল উদ্যোক্তা শ্যাম কানু মহান্ত (Shyam Kanu Mohanta) একটি বিবৃতি প্রকাশ করে দাবি করেছিলেন, জুবিন একটি বাণিজ্যিক বৈঠকে গিয়েছেন। সেখান থেকে তাঁর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবর পান তাঁরা। অথচ সেই সময়ে তিনি আদৌ কোনও বাণিজ্যিক বৈঠকে ছিলেন না। সঙ্গী ও ম্যানেজার সিদ্ধার্থ শর্মার সঙ্গে ছিলেন স্কুবা ডাইভিংয়ে (Scuba Diving)। তাঁরাই জুবিনকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। এরপরই শ্যাম মহান্তর বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে অসমে। বিভিন্ন সংগঠন নর্থইস্ট ফেস্টিভ্যালের নামে জুবিনকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার বিরোধিতা শুরু করে।

যদিও গোটা ঘটনা বিষদে তদন্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সিঙ্গাপুর প্রশাসন। ভারতের সিঙ্গাপুর দূতাবাসের পক্ষ থেকেই জুবিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে মৃত্যুর যথাযথ রহস্য উন্মোচনে ময়না তদন্ত করা হয়েছে দেহের। শনিবার ময়নাতদন্তের পরে জুবিনের দেহ তুলে দেওয়া হয় তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও বাকি টিমের হাতে। রবিবার ভোর ৬টায় দিল্লিতে পৌঁছবে দেহ। সেখান থেকে নিয়ে আসা হবে গৌহাটিতে জুবিনের বাড়িতে। সেখান থেকে রাজ্যস্তরে সম্মান জানানো হবে শিল্পীকে। দেহ নিয়ে যাওয়া হবে জোরহাটেও।

এই ঘটনায় রাজ্যের মানুষের সহানুভূতি ও সমর্থন পেতে মাঠে নেমেছে হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) প্রশাসনও। রবিবার দেহ রাজ্যে ফিরিয়ে আনতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। সেই সঙ্গে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের মূল উদ্যোক্তা শ্যাম কানু মোহান্ত ও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। জুবিনের বাড়িতে সস্ত্রীক যান হিমন্ত। কথা বলেন জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়ার (Garima Saikia) সঙ্গে।

আরও পড়ুন : জুবিনের মৃত্যু স্বাভাবিক নয়! ময়নাতদন্তের রিপোর্ট হস্তান্তরিত

অথচ তার আগেই জুবিনের স্ত্রী গরিমা (Garima Saikia) স্পষ্ট করে দেন, স্কুবা ডাইভিং (scuba diving) চলাকালীন সিজার অ্যাটাক হয় জুবিনের (Zubeen Garg)। কর্তৃপক্ষ ও সঙ্গীরা তাকে সিপিআর দেওয়ার ব্যবস্থা করেন। সেখান থেকে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া স্থানীয় হাসপাতালে। সেখানে আইসিইউ-তে প্রায় দুঘণ্টা চিকিৎসায় সাড়া দেন জুবিন। যদিও শেষ রক্ষা হয়নি। সেই সঙ্গে গরিমা জানান, এটিই প্রথম নয়। এর আগেও জলে নেমে সিজার অ্যাটাকের শিকার হয়েছেন জুবিন। তখন শিল্পীর উপর দিয়ে মৃত্যুর মেঘ কাটলেও শুক্রবার শেষরক্ষা হল না।

যদিও স্ত্রীর দাবির পরেও সিআইডি দিয়ে তদন্ত করিয়ে বিষয়টিকে কিছুদিন জিইয়ে রাখতে চাইছে অসমের বিজেপি সরকার। তাতে প্রচারের আর মানুষের সহানুভূতির আলোয় থাকতে তাঁদেরও বেশ সুবিধা হবে, দাবি বিরোধিদের।

spot_img

Related articles

বর্ষা বিদায়ে সুখবর: কমতে শুরু করছে আর্দ্রতা, কুয়াশার সতর্কতা

মৌসুমি বায়ুর বিদায়ে শীতের আগমনবার্তা বাংলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে প্রায় নেই। অন্যদিকে উত্তরবঙ্গে শুরু হচ্ছে শীতের...

ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন! ধর্ষক পালালো অসমে

মহিলাদের প্রতি সামগ্রিক মানসিকতা বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে তলানিতে এসে ঠেকেছে ফের একবার প্রমাণ মিলল বিজেপির ত্রিপুরায় (Tripura)।...

ফের ধস উত্তরবঙ্গে, চারদিন বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

গোটা রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায় নিলেও উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে। উত্তরবঙ্গে...

ফের ওড়িশা! বাংলা বলায় মারধর বাংলার শ্রমিককে

বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষ বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভাইরাসের মতো ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। যার ভয়ঙ্কর উদাহরণ মিলেছে প্রতিবেশী ওড়িশা...