বিতর্কের আবহে ফের করমর্দন করলেন না ভারত-পাক অধিনায়ক

Date:

Share post:

বিতর্কের আবহেই শুরু হল আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত ভারতের। টসের পর করমর্দন করলেন না দুই অধিনায়ক। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নিজের কথা বলে উল্টো দিকে ডাগ আউটে চলে যান  পাকিস্তানের অধিনায়ক সলমন  আঘাও কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন।

টসের পর সূর্যকুমার বলেন, আলাদা করে পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবছেন না। আর পাঁচটা ম্যাচের মতোই ঠান্ডা রেখে খেলতে হবে, ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে।পিচটা দেখে ভালই লাগছে। গত কাল শিশির পড়েছিল। প্রথম ম্যাচের পর থেকেই আমরা সব ম্যাচকে নকআউট হিসাবে ধরে নিয়েই খেলছি। আজকের ম্যাচেও তার কোনও বদল নেই। আবু ধাবিতে সম্পূর্ণ আলাদা উইকেটে খেলেছিলাম।

গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করে সুর্যকুমার যাদবের দল। আগের পর্বে টস ও ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় আইসিসির কাছে অভিযোগও গিয়েছিল। যা নিয়ে  অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু ভারত নিজের অবস্থানে অনড় থাকে।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

আরও পড়ুন :অলরাউন্ডারের চোট! পাক ম্যাচের আগে ভারতীয় শিবিরে অশনি সংকেত

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সলমন আঘা (অধিনায়ক), মহম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মহম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি,  হ্যারিস রউফ ও আব্রার আহমেদ।

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কত ধরনের বিচিত্র গাছ: খুঁজতে সুভাষ সরোবরে বৃক্ষসুমারি

রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পর এবার সুভাষ সরোবরে (Subhash Sarobar) শুরু হচ্ছে বৃক্ষসুমারি। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)...