Wednesday, December 10, 2025

‘জাগো দুর্গা’ গানে মাতিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়: প্রকাশিত ‘জাগোবাংলা’ উৎসব সংখ্যা

Date:

Share post:

মহালয়ার দিনটি বাঙালির জীবনে সব অশুভের অবসানে শুভর সূচনা করে। সেই শুভ দিনেই প্রকাশিত হয় বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র ‘জাগোবাংলা’-র উৎসব সংখ্যা শারদীয়া পত্রিকা। রবিবার মহালয়ার দিন সেই উৎসব সংখ্যা প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে এদিন প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গানের অ্যালবাম – দুর্গা অঙ্গন। শারদীয়া সংখ্যার প্রকাশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তুলে ধরলেন সাড়ে চার বছর ধরে দৈনিক হিসাবে দলীয় মুখপত্র প্রকাশের সাফল্যের তথ্য।

নজরুল মঞ্চে রবিবার শারদ সংখ্যা প্রকাশে দলের নেতৃত্ব, কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলার তারকা শিল্পীরা। প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গানের অ্যালবাম। সেই অ্যালবাম থেকে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিল্পীরা অপেক্ষা করছেন। আজ বক্তৃতা দেওয়ার জায়গা কম। ‘জাগোবাংলা’র উৎসব সংখ্যা প্রকাশে যে শিল্পীরা, যন্ত্রশিল্পীরা উপস্থিত রয়েছেন, তাঁরা বাংলার গর্ব। যাঁরা অ্যালবামে গান গেয়েছেন, এখানেও সশরীরে গান গাওয়ার জন্য উপস্থিত রয়েছেন।

এদিন নজরুল মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের কৃষক পরিবারের সদস্যরাও। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরের পরিবার যাঁরা এসেছেন তাঁদের অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে বাংলার মানুষের শুভকামনায় তিনি প্রার্থনা করেন, সবার ভালো পুজো কাটুক, শুভ শারদীয়া। সেই সঙ্গে বাংলার মানুষের শুভ কামনায় মন্ত্রী শিল্পী ইন্দ্রনীল সেনের সঙ্গে তিনি গলা মেলান ‘জাগো তুমি জাগো’ – গানে। উল্লেখ করেন, তিনি রোজ অনুশীলন করতে পারেন না। তা সত্ত্বেও মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে গোটা অনুষ্ঠানের মনোজ্ঞ সূচনা করে দেন তিনি।

উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে বাংলার উৎসব ও বাংলার গরিমা দুর্গোৎসবের আয়োজনে রাজ্য সরকারের ভূমিকা তুলে ধরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে বাঙালির জীবনের সর্ববৃবৎ উৎসবের প্রসার ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য তাঁকে ধন্যবাদ। এখন মহালয়া খেকে পুজো প্যান্ডেলে যায় মানুষ, দুর্গোৎসবের আনন্দ উপভোগ করে। রাজ্য সরকার অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও বাংলার প্রায় প্রতিটি ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা সহযোগিতা করেছেন তিনি। বাঙালির উৎসবের প্রসার ঘটিয়েছেন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কথায়-সুরে উদ্বোধন সুরুচি সংঘের থিম সং: ঢাক বাজালেন অরূপ

দলীয় মুখপত্র প্রকাশে প্রতিদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে যেভাবে সাফল্যের সঙ্গে ‘জাগোবাংলা’ প্রতিদিন প্রকাশিত হয়, তার উল্লেখ করেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই মুখপত্রের প্রকাশ প্রসঙ্গে অভিষের উল্লেখ করেন, সাড়ে চার বছর আগে দলের এই কাগজ সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছে। আমরা চেষ্টা করেছি দলের প্রতিটি কর্মীর কাছে সব সীমাবদ্ধ পার করে দৈনিক সংস্করণ পৌঁছে দেওয়ার। এদিন যে উৎসব সংখ্যা প্রকাশিত হয় তাঁর প্রচ্ছদও একেঁছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরুল মঞ্চে এদিন উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ‘জাগোবাংলা’র সম্পাদক শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, ব্রাত্য বসু-সহ রাজ্যের মন্ত্রীরা।

spot_img

Related articles

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...

প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স পাণ্ডিয়ার, টি২০-র শুরুতেই দাপুটে জয় ভারতের

একদিনের সিরিজ যেখানে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ সেখান থেকেই শুরু করল টিম ইন্ডিয়া(Team India)। কটকে...