‘জাগো দুর্গা’ গানে মাতিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়: প্রকাশিত ‘জাগোবাংলা’ উৎসব সংখ্যা

Date:

Share post:

মহালয়ার দিনটি বাঙালির জীবনে সব অশুভের অবসানে শুভর সূচনা করে। সেই শুভ দিনেই প্রকাশিত হয় বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র ‘জাগোবাংলা’-র উৎসব সংখ্যা শারদীয়া পত্রিকা। রবিবার মহালয়ার দিন সেই উৎসব সংখ্যা প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে এদিন প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গানের অ্যালবাম – দুর্গা অঙ্গন। শারদীয়া সংখ্যার প্রকাশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তুলে ধরলেন সাড়ে চার বছর ধরে দৈনিক হিসাবে দলীয় মুখপত্র প্রকাশের সাফল্যের তথ্য।

নজরুল মঞ্চে রবিবার শারদ সংখ্যা প্রকাশে দলের নেতৃত্ব, কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলার তারকা শিল্পীরা। প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গানের অ্যালবাম। সেই অ্যালবাম থেকে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিল্পীরা অপেক্ষা করছেন। আজ বক্তৃতা দেওয়ার জায়গা কম। ‘জাগোবাংলা’র উৎসব সংখ্যা প্রকাশে যে শিল্পীরা, যন্ত্রশিল্পীরা উপস্থিত রয়েছেন, তাঁরা বাংলার গর্ব। যাঁরা অ্যালবামে গান গেয়েছেন, এখানেও সশরীরে গান গাওয়ার জন্য উপস্থিত রয়েছেন।

এদিন নজরুল মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের কৃষক পরিবারের সদস্যরাও। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরের পরিবার যাঁরা এসেছেন তাঁদের অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে বাংলার মানুষের শুভকামনায় তিনি প্রার্থনা করেন, সবার ভালো পুজো কাটুক, শুভ শারদীয়া। সেই সঙ্গে বাংলার মানুষের শুভ কামনায় মন্ত্রী শিল্পী ইন্দ্রনীল সেনের সঙ্গে তিনি গলা মেলান ‘জাগো তুমি জাগো’ – গানে। উল্লেখ করেন, তিনি রোজ অনুশীলন করতে পারেন না। তা সত্ত্বেও মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে গোটা অনুষ্ঠানের মনোজ্ঞ সূচনা করে দেন তিনি।

উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে বাংলার উৎসব ও বাংলার গরিমা দুর্গোৎসবের আয়োজনে রাজ্য সরকারের ভূমিকা তুলে ধরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে বাঙালির জীবনের সর্ববৃবৎ উৎসবের প্রসার ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য তাঁকে ধন্যবাদ। এখন মহালয়া খেকে পুজো প্যান্ডেলে যায় মানুষ, দুর্গোৎসবের আনন্দ উপভোগ করে। রাজ্য সরকার অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও বাংলার প্রায় প্রতিটি ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা সহযোগিতা করেছেন তিনি। বাঙালির উৎসবের প্রসার ঘটিয়েছেন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কথায়-সুরে উদ্বোধন সুরুচি সংঘের থিম সং: ঢাক বাজালেন অরূপ

দলীয় মুখপত্র প্রকাশে প্রতিদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে যেভাবে সাফল্যের সঙ্গে ‘জাগোবাংলা’ প্রতিদিন প্রকাশিত হয়, তার উল্লেখ করেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই মুখপত্রের প্রকাশ প্রসঙ্গে অভিষের উল্লেখ করেন, সাড়ে চার বছর আগে দলের এই কাগজ সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছে। আমরা চেষ্টা করেছি দলের প্রতিটি কর্মীর কাছে সব সীমাবদ্ধ পার করে দৈনিক সংস্করণ পৌঁছে দেওয়ার। এদিন যে উৎসব সংখ্যা প্রকাশিত হয় তাঁর প্রচ্ছদও একেঁছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরুল মঞ্চে এদিন উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ‘জাগোবাংলা’র সম্পাদক শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, ব্রাত্য বসু-সহ রাজ্যের মন্ত্রীরা।

spot_img

Related articles

সময়সীমা পার: বিজেপির সরকার বাংলাদেশ থেকে ফেরালো না বাঙালিদের, সরব তৃণমূল

আদালতের নির্দেশ উপেক্ষা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাঙালিদের ভারতে ফেরানোর ব্যবস্থা নিল না কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলা...

শুল্কের বিরুদ্ধে বিজ্ঞাপন! রেগে কানাডার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা বাতিল ট্রাম্পের

কোনও দেশের উপর রেগে গেলেই বাড়িয়ে দিচ্ছেন শুল্কের হার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (President Donald Trump) কাণ্ড-কারখানা এখন...

পার্ক স্ট্রিটের হোটেলে রহস্যমৃত্যু, বক্স খাটে মিলল যুবকের পচাগলা দেহ

শুক্রবার সকালে পার্ক স্ট্রিটের (Park Street in Kolkata) একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের পচাগলা দেহ।...

কেন্দ্রীয় মন্ত্রী-আমলাদের সঙ্গে ছবি দিয়ে হুগলিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র! ধৃত ৫

কেন্দ্রীয় মন্ত্রী ও আমলাদের সঙ্গে ছবি দিয়ে রেলে চাকরি দেওয়ার নামে বড়সড়ো প্রতারণা চক্রের পর্দা ফাঁস। হুগলির (Hooghly)...