কলকাতার (Kolkata) ইকো পার্ক থানা এলাকায় উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ। সোমবার সকালে কয়েকজন যুবক মৃতদেহটিকে ইকো পার্ক থানা (Eco Park) এলাকার ১১ নম্বর ট্যাঙ্কের কাছে পড়ে থাকতে দেখেন। পুলিশে (Kolkata Police) খবর দিলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা যুবককে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: হাওড়ায় মেলার ভিড়ে ঢুকে পড়ল লরি, মৃত ২

তবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে সামনে এসেছে, নিউ টাউনের (New Town) ওই এলাকায় বেশিরভাগ শ্রমিকরাই বাস করেন। বেশ কয়েকদিন ধরেই তাঁদের আস্তানা থেকে মোবাইল ফোন, দামি সামগ্রী চুরি যাচ্ছিল বলে অভিযোগ। তার সঙ্গে এই ঘটনার কোনও যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের অনুমান প্রথমে খুন করে পরে যুবককে এখানে এনে ফেলে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার সম্ভাবনাও ওড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে স্থানীয়দের জিজ্ঞাসা করলেও এখনও যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

অন্যদিকে মহালয়ার রাতে এই এলাকা থেকেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক কনস্টেবলের। গুরুতর আহত হয়েছিলেন এক সিভিক ভলান্টিয়ার ও এক বাইক আরোহী। ইকো পার্কের কাছে সার্ভিস রোডে সাইকেলে করে পেট্রোলিং করছিলেন কনস্টেবল জ্যোতিষ দেবনাথ ও ওই সিভিক ভলান্টিয়ার। রাত ১০টা নাগাদ আচমকা দ্রুত গতিতে এসে একটি গাড়ি ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় কনস্টেবলের।
