আজ থেকে দেশজুড়ে নয়া জিএসটি( GST 2.0) নীতি কার্যকর হচ্ছে। এক ধাক্কায় দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যের। নয়া জিএসটি কার্যকর হওয়ার কোন কোন জিনিসের দাম কমছে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ডাবর চ্যবনপ্রকাশের দাম কমছে ৩৫ টাকা। ৯০০ গ্রামের এই পণ্যটির দাম ছিল ৪৭৫ টাকা, নতুন দাম ৪৪০ টাকা।হজমোলার দাম ৭০ থেকে ৬৫ হয়েছে। ম্যাগির নাম ১২০ থেকে কমে ১১৬ হয়েছে। ৪৫ গ্রামের নেস ক্যাফে ২৬৫ থেকে কমে ২৩৫ হয়েছে। স্যাভলনের(১০০ মিলি) দাম ৪০০ থেকে কমে ৩৭৪ হয়েছে।

আইটিসির গরু দুধ (১ লিটার) ১০৮০ থেকে ১০১০ হয়েছে।সানফিস্ট মারি বিস্কুট ১৭০ থেকে কমে ১৫০ হয়েছে। আমূল ঘি ৬৫০ থেকে কমে ৬১০ হয়েছে।আমূল পনির ৯৯ থেকে ৯৫ হয়েছে। নিউটেলারর দাম ৪৪৯ থেকে ৩৯৯ হয়েছে।


ভিক্স ইনহেলার ৬৯ থেকে কমে ৬৫ হয়েছে। নবরত্ন তেল এবং ঝান্ডু বাম উভয়ের দামই কমেছে। ডাভ শ্যাম্পু ২৫০ থেকে কমে ২৩০ হয়েছে। হরলিক্স ৫০০ থেকে কময়ে ৪৮০ হয়েছে। লাক্স ও লাইফবয় সাবান তিন টাকা করে কমে ৪২ ও ৩২ টাকা দাম হয়েছে।

–

–

–

–

–
–