কলকাতায় রেকর্ড বৃষ্টি, শহরতলিতে রাতভর বর্ষণে বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা

Date:

Share post:

মহালয়া কাটতে না কাটতেই দুর্যোগের চোখরাঙানি শুরু। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রেকর্ড বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শহরতলীর বৃষ্টির জেরে বিপর্যস্ত হাওড়া ও শিয়ালদহ শাখার ট্রেন পরিষেবা। কোথাও লাইনে জল জমে আছে, কোথাও আবার তার ছিঁড়ে পড়েছে। মঙ্গলের সকাল থেকে ভোগান্তি শুরু নিত্যযাত্রীদের। মেট্রো ট্র্যকেও জল জমেছে। বন্ধ চক্ররেলের আপ ও ডাউন পরিষেবা। পাশাপাশি সারা রাতের বৃষ্টিতে ডুবেছে মহানগরীর একাধিক রাস্তা। বিপর্যস্ত যান চলাচল।

দুর্যোগের জেরে মঙ্গলবার সকালে শিয়ালদহ থেকে বেশ কিছু দূর পাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। বন্ধ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। হাওড়া কারশেডে জল থাকায় বিঘ্নিত লোকাল ট্রেন পরিষেবা। বন্দেভারত, ব্ল্যাক ডায়মন্ড,গণদেবতা এক্সপ্রেস আটকে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে তারকেশ্বর হাওড়া রুটে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ট্রেন পরিষেবা বন্ধ থাকার পর বর্তমানে পরিষেবা চালু থাকলেও তা অনিয়মিত। এ ছাড়া বর্ধমান মেন লাইনেও ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। মেট্রোর ব্লু লাইনে মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে জল জমে গিয়েছে। সেই কারণে আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে।

শহর কলকাতার মোমিনপুর, ক্যামাক স্ট্রিট, শিয়ালদহ কলেজস্ট্রিট, উল্টোডাঙ্গা, চেতলা, রাসবিহারী অ্যাভিনিউ, সেক্টর ফাইভ সর্বত্র জলমগ্ন। ইতিমধ্যেই অস্থায়ী পাম্প বসিয়ে জল সরানোর ব্যবস্থা করা হয়েছে, খুলে দেওয়া হয়েছে লক গেট।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...