দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকার (Golpark area) একটি বাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে (Deadbody recovered)। মৃতের নাম মনোতোষ কুণ্ডু (৫৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গড়িয়াহাট রোডের ওই বাড়ির একতলায় দোকান ভাড়া নিয়ে চালাতেন তিনি। স্থানীয়রা বলছেন গত কয়েকদিন ধরে দোকান খোলেননি। প্রাথমিকভাবে সন্দেহ হলেও এলাকাবাসী বিষয়টাকে খুব একটা পাত্তা দেয়নি। কিন্তু বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধার করা হয় মনোতোষের (Manotosh Kundu) পচাগলা দেহ। স্থানীয়রা জানিয়েছেন ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। কীভাবে মৃত্যু হল তার তদন্তে পুলিশ।

–

–

–

–

–

–

–

–

–

