Sunday, November 16, 2025

ভূতের দরবারে উইন্ডোজ! ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মোশন পোস্টারেই গা ছমছমে অনুভূতি

Date:

Share post:

ভূত চতুর্দশীতে ভূতের ঝলক! দীপাবলির প্রাক্কালে দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের আগামী ছবির মোশন পোস্টার প্রকাশ করল শিবপ্রসাদ মুখোপাধ্যায়- নন্দিতা রায় (Shiboprasad Mukherjee and Nandita Roy) জুটির উইন্ডোজ প্রোডাকশন হাউস (Windows Production House)। ছবির নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’(Bhanupriya Bhooter Hotel)। পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায়।

‘বেলাশেষে’ হোক বা ‘হামি’, ‘বহুরূপী’ থেকে ‘রক্তবীজ টু’- এই প্রযোজনা সংস্থার প্রতি দর্শকের আস্থা অনেকটা বাড়িয়ে দিয়েছে। তাই যখন জানা গেছিল এ বছর শীতে দর্শকের দরবারে ভূতেদের নিয়ে চমক দিতে চলেছে উইন্ডোজ, তখন থেকেই আগ্রহ চরমে। এই ছবির পরিচালনার দায়িত্বের শিবু – নন্দিতা না থাকলেও অরিত্রর আগের কাজ (যেমন, ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’,’ফাটাফাটি’, ‘বাবা বেবি ও’) থেকে প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী।ভূত চতুর্দশীতে প্রকাশ্যে আসা মোশন পোস্টারে দেখা গেছে, গা ছমছমে আবহ ব্যাকগ্রাউন্ডে রেখে একটি প্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন। প্রথমে দেখা যায় এক শিশুকে। আর সবশেষে ছবির দুই জুটি অর্থাৎ বনি-স্বস্তিকা ও অন্যদিকে সোহম-মিমি নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে। হরর-কমেডি ঘরানার এই ছবিতে থাকছে অনেক চমক। রক্তবীজের পর শিবু-নন্দিতার ছবিতে আবার মিমির উপস্থিতি আগ্রহ বাড়াচ্ছে। পাশাপাশি এই প্রথমবার কৌশানির বয়ফ্রেন্ড অভিনেতা বনি সেনগুপ্তকে এই প্রযোজনা সংস্থায় কাজ করতে দেখা যাবে। সিনেমার চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে জিনিয়া সেন ও গোধূলী শর্মা।এক কথায় এবারের বড়দিনে কেক কাটার পাশাপাশি সব বয়সীরাই যে শীতের আমেজের ভূতেদের দৌরাত্ম্য দেখতে হলমুখী হবেন তার আভাস এক ঝলকেই বোঝা গেল।

 

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...