কালীপুজোতে কলকাতার রাস্তায় কড়া নিরাপত্তা! মোতায়েন ৫ হাজার পুলিশ

Date:

Share post:

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে আলোর উৎসবে মেতে উঠছে গ্রাম থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ। কালীপুজো ও দীপাবলির এই উৎসবকে নিরাপদভাবে উদযাপন করতে কলকাতা পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সোমবার ও মঙ্গলবার শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ৫ হাজার পুলিশকর্মী দায়িত্বে থাকবেন।

পুলিশ কর্মীদের দুই শিফটে ভাগ করা হয়েছে। অবৈধ বাজি ও ফানুস ব্যবহারের বিষয়ে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের দু’দিনে প্রতিটি শিফটে প্রায় ৫০টি পুলিশ কন্ট্রোল রুম (পিসিআর) ভ্যান শহরের বিভিন্ন এলাকায় টহল দেবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (এইচআরএফএস) এবং কুইক রেসপন্স টিম (কিউআরটি) সতর্ক অবস্থায় থাকবে।

নজরদারি আরও বাড়াতে শহরজুড়ে ৪৫০টিরও বেশি পুলিশ পিকেট বসানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন আবাসন কমপ্লেক্স ও বহুতল সমিতিকে নিরাপত্তা বিষয়ে করণীয় ও অকরণীয় বিষয় জানিয়ে দিয়েছেন। ট্রাফিক ও গোয়েন্দা বিভাগের আলাদা মোতায়েন ছাড়াও উৎসবের সময় অতিরিক্ত নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে। ডেপুটি কমিশনাররা সরাসরি রাস্তায় নেমে পুরো অপারেশন তদারকি করবেন, তাদের সহায়তা করবেন সহকারী কমিশনাররা।

রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, কালীপুজোর সময়ে অতিরিক্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা হিসেবে কলকাতা, বারাসত ও নৈহাটিতে ৫১টি অস্থায়ী ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এছাড়া মোটরসাইকেল ভিত্তিক দ্রুত অগ্নিনির্বাপক টিমও রাস্তায় থাকবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।শহরজুড়ে উৎসবমুখর আনন্দের মাঝেও পুলিশের এই প্রস্তুতি নিশ্চিত করবে নিরাপদ ও শান্তিপূর্ণ কালীপুজো ও দীপাবলি উদযাপন।

আরও পড়ুন- দুবছর পরে উত্তরবঙ্গ মেডিক্যালে ‘প্লাজমা’ আয়োজন: বিভেদ ভুলে এগোনোর বার্তা

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভাইফোঁটায় কম মেট্রো, কাটছাঁট ৯০টি ট্রেনের!

রাজ্য জুড়ে আজ ভাইফোঁটার ( Bhai Fonta) আনন্দে মাতোয়ারা বাঙালি। সরকারিভাবে ছুটি থাকায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, লোকজন কম।...

চিকিৎসক পরিচয় দিয়ে SSKM-এ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, জালে অভিযুক্ত

হাসপাতালে (Hospital) নাবালিকা (Minor Girl) রোগিণীকে চিকিৎসক পরিচয় দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ (Police)...

সাতসকালে আমর্হাস্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাতসকালে আমর্হাস্ট স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে আমর্হাস্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেস (Printing Press) বিল্ডিংয়ে আগুন লেগে যায়। প্রথমে...

মত্ত অবস্থায় বন্ধুকে পিটিয়ে খুন! মহেশতলায় গ্রেফতার দুই ভাই

মদ খেয়ে বচসার বন্ধুকে পিটিয়ে খুন (Maheshtola murder case)! ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, গোপালপুর মালিপাড়ায়। মৃত যুবকের নাম...