Saturday, December 13, 2025

শুভেন্দুকে দেখে ক্ষোভ উগরালো মহিলারা: ‘হামলা’র তত্ত্ব খাঁড়া বিরোধী দলনেতার

Date:

Share post:

রাজ্যে সাধারণ মানুষের উপার্যনের জন্য কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বন্ধ করে ভাতে মারার পরিকল্পনা বিজেপির সরকারের। এরপরে বাংলার শ্রমিকরা ভিনরাজ্যে কাজে গেলে সেখানে অত্যাচার করে তাঁদের তাড়িয়ে দেওয়া থেতে পুশব্যাক (push back) পর্যন্ত করতে দ্বিধা করছেন না নির্লজ্জ বিজেপি সরকারগুলি। আবার সেই সরকারগুলিকে বাংলায় বসে যোগ্য সংগত দিচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। একবারও রাজ্যের বকেয়া আদায়ে বা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের (migrant labour) বিজেপির রাজ্যে অত্যাচারের প্রতিবাদে সরব হতে শোনা যায়নি বিরোধী দলনেতা বা অন্য বঙ্গ বিজেপি নেতাদের। এবার দক্ষিণ চব্বিশ পরগণার মানুষ সেই ক্ষোভ উগরে দিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) উপর। বিক্ষোভের মুখে কোনও উত্তর দিতে না পেরে শেষে হামলার তত্ত্ব খাঁড়া করলেন শুভেন্দু।

কালীপুজোর উদ্বোধনে দক্ষিণ চব্বিশ পরগণার (South 24 Parganas) রায়দীঘিতে যাচ্ছিলেন শুভেন্দু রবিবার। আর সেই রাস্তাতেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। মথুরাপুরে (Mathurapur) মহিলারা তাঁর কনভয়ের পাশে বিক্ষোভ দেখাতে থাকেন। তার জেরে শুভেন্দুর দেহরক্ষীরা (security) ধাক্কা মেরে সরিয়ে দেয় মহিলাদের। আর তাতেই পরিস্থিতি গুরুতর হয়ে যায়। শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা।

মথুরাপুরের পাশাপাশি মন্দিরবাজারেও (Mandirbajar) বিক্ষোভের মুখে পড়তে হয় বিরোধী দলনেতাকে। স্থানীয় মানুষ তাঁর কনভয়ের (convoy) পাশে জড়ো হয়ে বাংলার অধিকার রক্ষার দাবি জানায়। শুভেন্দুকে (Suvendu Adhikary) ‘বিশ্বাসঘাতক’ বলে স্লোগান দিতে থাকে তারা। জবাব চাওয়া হয় বাংলার শ্রমিকদের উপর ভিন রাজ্যে হামলা চালানো নিয়ে। দক্ষিণ চব্বিশ পরগণার একটি বড় অংশের মানুষ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। বিজেপির নীতির কারণে তাঁদের একটা বড় অংশের শ্রমিককে কর্মহীন হয়ে গ্রামে ফিরে আসতে হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় রবিবার।

আরও পড়ুন: বিজেপির ওডিশায় ধর্ষণের তদন্তে উঠে এল নারীপাচার চক্রের হদিশ

সাধারণ মানুষের কোনও উত্তর দিতে না পেরে শেষে তাঁদেরই কাঠগড়ায় দাঁড় করানোর পন্থা নিয়েছেন বিরোধী দলনেতা। পুজোর উদ্বোধনে যাওয়ার আটকানোর চেষ্টা চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি। সেই অজুহাতেই একটি বিশেষ সম্প্রদায়ের উপর দোষ দেওয়ার চেষ্টা করেন তিনি।

spot_img

Related articles

আজ দুপুর থেকে টানা ৪দিন বন্ধ তারাতলা ফ্লাইওভার, বিকল্প জানাল পুলিশ

রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দুপুর সাড়ে তিনটে থেকে আগামী ৪ দিনের জন্য বন্ধ হতে চলেছে তারাতলা ফ্লাইওভার (Taratala...

মেসি ম্যানিয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা: দুঃখপ্রকাশ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

নজিরবিহীন বিশৃঙ্খলনা যুবভারতী ক্রীড়াঙ্গনে। আয়োজকদের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানে নিজে যোগ দিতে পারলেন না মুখ্যমন্ত্রী...

মেসি জ্বরে কাবু কলকাতায় ফুটবলের ঈশ্বর দর্শন আব্রামের, আর্জেন্টিয়ান তারকার সঙ্গে হাসিমুখে SRK

এক ফ্রেমে দুই তারকা। একজনের পায়ের প্যাঁচে বিপক্ষ নাস্তানাবুদ, অন্যজনের প্রেমের প্যাশনে ঘায়েল সব বয়সীরা। কিন্তু কলকাতা যখন...

উড়ে এলো বোতল – পালালেন সৌরভ, মাঠেই ঢুকলেন না শাহরুখ! শতদ্রু দত্তর নামে ক্ষোভ

ভোর রাত থেকে বিমানবন্দর থেকে যুবভারতী পর্যন্ত অপেক্ষা মেসি ভক্তদের। রাস্তার ধারে অগণিত ফুটবল প্রেমীরা ভিড় করেছিলেন এক...