মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে আলোর উৎসবের মরশুমে সোনার দামের (Gold Price) গ্রাফ নিম্নমুখী। ধনত্রয়োদশী থেকে সোনার দাম কমতে শুরু করেছে। কালীপুজোতে ও সেই একই ট্রেন্ড ধরা পড়ল। সামান্য হলেও সোমবার কমেছে হলুদ ধাতুর মূল্য। ২০ অক্টোবর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ১৩ হাজার ৮৫ টাকা, ১০ গ্রাম সোনার কিনতে খরচ ১ লক্ষ ৩০ হাজার ৮৫০ টাকা (ট্যাক্স ছাড়া)। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দামও কমেছে। ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৯৯৪ টাকা। সমপরিমাণ ১৮ ক্যারেটের সোনার দাম পড়বে ৯ হাজার ৮১৩ টাকা। সোনার দাম আজ যেমন কমেছে, তেমনই রুপোর দাম কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম (Silver Rate) ১৭ হাজার ১৯০ টাকা (সোনা এবং রুপোর সব দাম ট্যাক্স ব্যতীত)।

–

–

–

–

–

–

–

–