কালীপুজোর পরেরদিন দধিকর্মা-সহ একাধিক উপাচারের পুজো সাঙ্গ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির পুজো। সোমবার পুজোর পরে মঙ্গলবারও কালীঘাটের বাড়িতে কালীপুজোর (Kali Pujo) একাধিক উপাচার পালিত হয়। পুজো চলাকালীন সেখানে গিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সারেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনেরা। এদিনও পুজোর তদারকি করেন মুখ্যমন্ত্রী।

এদিন পুরোহিত বসেন মাতৃ আরাধনায়। সেইসময় সেখানে ঠায় দাঁড়িয়ে পুজোর কাজে অংশ নেন মুখ্যমন্ত্রী। পুজোর ব্যস্ততার মধ্যেই অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

৪৮ বছর ধরে চলছে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো৷ এই পুজো শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীর মা। এক বছর বাদেই শুরু হবে ৫০ বছর পূর্তির প্রস্তুতি। পরম্পরা ও ঐতিহ্য মেনে দধিকর্মা-সহ একাধিক উপাচারের পুজো সাঙ্গ হয়। এদিনও বেশ কয়েকজন অভ্যাগত আসেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। বাড়ির বাইরে এদিনও ছিল সাধারণ মানুষের ভিড়। তাঁদেরও যথাসাধ্য আপ্যায়ন করা হয়।

–

–

–

–

–

–

–