ভারতীয় প্রতিভাতেই আস্থা! ভিসার মূল্যে রিপাবলিকানদের দাবি টিকল না

Date:

Share post:

মার্কিন প্রতিভাকে তুলে ধরার জন্য বিদেশ থেকে প্রতিভার আমদানি বন্ধ হওয়া দরকার। সেই লক্ষ্যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির বিদেশী পড়ুয়াদের ভিসার (visa) উপর টাকা ধার্য করার ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে তাতে যে আদতে আমেরিকার সামগ্রিক মেধার উপর চাপ পড়বে তা আগেই মার্কিন সংস্থাগুলি জানিয়েছিল। সেই সঙ্গে বিশ্বের একাধিক দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়ও রয়েছে। তার জেরে এইচ ওয়ান বি ভিসার (H1 B visa) নিয়মে কোনও পরিবর্তন হল না। শেষ ঘোষণায় যেভাবে ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা-ই বজায় থাকল।

রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এইচ ওয়ান বি ভিসারধারীদের (H1B visa) কাজে নিয়োগে ১ লক্ষ মার্কিন ডলার জরিমানা (fine) চাপানো হয়। সেই সঙ্গে সেই জরিমান যে বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে লাগু হবে না, তাও জানানো হয়েছিল। তাতে মার্কিন সংস্থাগুলি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই জরিমানার ক্ষেত্রে ভারতীয় প্রতিভা দিয়ে কাজ করার ক্ষেত্রেই সমস্যায় পড়বে মার্কিন সংস্থাগুলি, তাও স্পষ্ট করে দিয়েছিল মার্কিন সংস্থাগুলি।

যদিও মার্কিন রিপাবলিকানরা (Republican party) এই ভিসা নীতিতেও আপত্তি জানান। তাঁরা আরও শক্ত ভিসা নীতির (US visa policy) দাবি জানান। সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে এল ওয়ান (L1 visa) কর্মী ভিসার ক্ষেত্রেও কড়াকড়ির দাবি জানানো হয়। পূর্বতন কংগ্রেসকে এই ছাড়ের জন্য দায়ী করা হয়। এইচ ওয়ান বি (H1B visa) এবং এল ওয়ান ভিসার (L1 visa) নীতি বদলের দাবি তোলে রিপাবলিকানরা। কার্যত ভারতের সঙ্গে

আরও পড়ুন: ট্রাম্প-মোদির সাঁড়াশি চাপে দেশবাসী: মার্কিন ভিসা নীতিতে মানুষের পাশে বাংলার মুখ্যমন্ত্রী

রিপাবলিকানদের দাবি থেকে যে মার্কিন প্রশাসন সরে এসেছে, তা স্পষ্ট ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর (USCIS) নতুন বিজ্ঞপ্তিতে। জানানো হল, বর্তমান এইচ ওয়ান বি ভিসাধারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। একমাত্র নতুন ভিসা যাদের হবে তাদের ক্ষেত্রে ১ লক্ষ ডলার জরিমান (fine)। সেই সঙ্গে এফ ওয়ান স্টুডেন্ট ভিসা ও এল ওয়ান ওয়ার্কার ভিসার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে না। বর্তমানে ভারতের সঙ্গে মার্কিন সম্পর্ক শুল্কের কারণে ক্রমশ তলানিতে। তার উপর পাকিস্তান সংঘাত ও ভিসা নীতির কারণে নতুন করে সম্পর্ক তলানিতে যেতে থাকে। এবার নতুন করে ভিসায় জরিমানা না চাপিয়ে সেই সম্পর্কে প্রলেপ দিতে, তেমনটাই আন্দাজ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

spot_img

Related articles

মত্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব, ২২টি সেলাই স্বাস্থ্যকর্মীর মাথায়

মদ খেয়ে নার্সিং স্টাফকে (nurse) ইট দিয়ে হামলা যুবকের! ঘটনায় গুরুতর আহত হয়েছেন নার্স রীনা মণ্ডল। তাঁর মাথায়...

শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দীর্ঘসময় ধরে বিতর্কের শিরোনামে থাকা কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi...

দুর্গাপুর কাণ্ডে নজরে ‘মাস্টারমাইন্ড;! আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী

দুর্গাপুর মেডিক্যাল(Durgapur medical) পড়ুয়াকে ধর্ষণের ঘটনা নিয়ে নির্যাতিতার আইনজীবী এবার বিস্ফোরক দাবি করলেন। তিনি জানান, ‘ধর্ষণের ঘটনা পূর্ব...

চিকিৎসক পরিচয় দিয়ে SSKM-এ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, জালে অভিযুক্ত

হাসপাতালে (Hospital) নাবালিকা (Minor Girl) রোগিণীকে চিকিৎসক পরিচয় দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ (Police)...