Saturday, November 15, 2025

ভারতীয় প্রতিভাতেই আস্থা! ভিসার মূল্যে রিপাবলিকানদের দাবি টিকল না

Date:

Share post:

মার্কিন প্রতিভাকে তুলে ধরার জন্য বিদেশ থেকে প্রতিভার আমদানি বন্ধ হওয়া দরকার। সেই লক্ষ্যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির বিদেশী পড়ুয়াদের ভিসার (visa) উপর টাকা ধার্য করার ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে তাতে যে আদতে আমেরিকার সামগ্রিক মেধার উপর চাপ পড়বে তা আগেই মার্কিন সংস্থাগুলি জানিয়েছিল। সেই সঙ্গে বিশ্বের একাধিক দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়ও রয়েছে। তার জেরে এইচ ওয়ান বি ভিসার (H1 B visa) নিয়মে কোনও পরিবর্তন হল না। শেষ ঘোষণায় যেভাবে ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা-ই বজায় থাকল।

রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এইচ ওয়ান বি ভিসারধারীদের (H1B visa) কাজে নিয়োগে ১ লক্ষ মার্কিন ডলার জরিমানা (fine) চাপানো হয়। সেই সঙ্গে সেই জরিমান যে বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে লাগু হবে না, তাও জানানো হয়েছিল। তাতে মার্কিন সংস্থাগুলি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই জরিমানার ক্ষেত্রে ভারতীয় প্রতিভা দিয়ে কাজ করার ক্ষেত্রেই সমস্যায় পড়বে মার্কিন সংস্থাগুলি, তাও স্পষ্ট করে দিয়েছিল মার্কিন সংস্থাগুলি।

যদিও মার্কিন রিপাবলিকানরা (Republican party) এই ভিসা নীতিতেও আপত্তি জানান। তাঁরা আরও শক্ত ভিসা নীতির (US visa policy) দাবি জানান। সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে এল ওয়ান (L1 visa) কর্মী ভিসার ক্ষেত্রেও কড়াকড়ির দাবি জানানো হয়। পূর্বতন কংগ্রেসকে এই ছাড়ের জন্য দায়ী করা হয়। এইচ ওয়ান বি (H1B visa) এবং এল ওয়ান ভিসার (L1 visa) নীতি বদলের দাবি তোলে রিপাবলিকানরা। কার্যত ভারতের সঙ্গে

আরও পড়ুন: ট্রাম্প-মোদির সাঁড়াশি চাপে দেশবাসী: মার্কিন ভিসা নীতিতে মানুষের পাশে বাংলার মুখ্যমন্ত্রী

রিপাবলিকানদের দাবি থেকে যে মার্কিন প্রশাসন সরে এসেছে, তা স্পষ্ট ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর (USCIS) নতুন বিজ্ঞপ্তিতে। জানানো হল, বর্তমান এইচ ওয়ান বি ভিসাধারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। একমাত্র নতুন ভিসা যাদের হবে তাদের ক্ষেত্রে ১ লক্ষ ডলার জরিমান (fine)। সেই সঙ্গে এফ ওয়ান স্টুডেন্ট ভিসা ও এল ওয়ান ওয়ার্কার ভিসার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে না। বর্তমানে ভারতের সঙ্গে মার্কিন সম্পর্ক শুল্কের কারণে ক্রমশ তলানিতে। তার উপর পাকিস্তান সংঘাত ও ভিসা নীতির কারণে নতুন করে সম্পর্ক তলানিতে যেতে থাকে। এবার নতুন করে ভিসায় জরিমানা না চাপিয়ে সেই সম্পর্কে প্রলেপ দিতে, তেমনটাই আন্দাজ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

spot_img

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...