মদ খেয়ে নার্সিং স্টাফকে (nurse) ইট দিয়ে হামলা যুবকের! ঘটনায় গুরুতর আহত হয়েছেন নার্স রীনা মণ্ডল। তাঁর মাথায় ২২টি সেলাই দিতে হয়েছে। অভিযুক্ত যুবকের নাম রাজীব কাহার। ইতিমধ্যেই রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ। আরো পড়ুন: ভাইফোঁটায় কম মেট্রো, কাটছাঁট ৯০টি ট্রেনের!

ঘটনাটি ঘটেছে বুধবার বীরভূমের মোহাম্মদ বাজার থানার কাঁইজুলি BPHC-তে। জানা গিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই কাজ করছিল রীনা। আচমকাই মত্ত হয়ে রাজীব কাহার হামলা করেন রীনার উপর। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন হাসপাতালের অন্যান্য কর্মীরা। তাঁরাই অভিযুক্তকে হাতেনাতে ধরে। গুরুতর আহত অবস্থায় রীনাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় ২২ টি সেলাই পড়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় মহম্মদবাজার থানার পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। তবে কেন হামলা করেছিল তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, মাত্রা ছাড়া মদ পান করেছিল ওই যুবক। তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে।

–

–

–

–

–

–

–