ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর ছয় ম্যাচে হরমনপ্রীতদের পয়েন্ট হল ৬। অন্য দিকে, নিউজিল্যান্ড বর্তমানে আছে ছয় ম্যাচে চার পয়েন্টে। লিগ পর্বের শেষ ম্যাচে ভারত হারলে এবং কিউয়িরা জিতলে দু’দলই শেষ করবে ৬ পয়েন্টে। কিন্তু বেশি ম্যাচ জেতার সুবাদে শেষ চারে জায়গা নিশ্চিত করে নিল ভারতীয় মহিলা দল।

মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে স্থান নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না ভারতের কাছে। এই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা, প্রতিকা রাওয়াল।ভারত তোলে ৩ উইকেটে ৩৪০। বৃষ্টির কারণে পুরো ইনিংস খেলতে পারেনি ভারত। ৪৯ ওভারে শেষ হয় ইনিংস।

বৃষ্টির কারণে ওভারসংখ্যা এবং টার্গেট দুটোই কমে যায় নিউজিল্যান্ডের। ডাকওয়ার্থ-সুইস পদ্ধতির কারণে অবশ্য বেড়ে যায় আস্কিং রেট। ৪৯ ওভারে ৩৪১ নয়, ৪৪ ওভারে ৩২৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে শুরু করে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৪৪ ওভারে ২৭১ রানেই থেমে গেল তাদের ইনিংস।

–

–

–

–
