Tuesday, December 16, 2025

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

Date:

Share post:

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav) মেনে নিল জোট শরিকরা। বৃহস্পতিবার মহাগঠবন্ধনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীই হবেন জোটের মুখ। দলীয় সূত্রে খবর, কংগ্রেস (Congress), বামদল-সহ মহাগঠবন্ধনের সব সহযোগীরা এই সিদ্ধান্তের সিলমোহর দিয়েছে।

বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) জোটের বিরুদ্ধে অবিজেপি দলগুলি জোট বেঁধেছে। তবে নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই আসন ভাগাভাগি এবং মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন তা নিয়ে বিস্তর দড়ি টানাটানি হয়। বুধবার কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) পটনায় RJD প্রধান লালুপ্রসাদের (Lalu Prasad Yadav) সঙ্গে বৈঠক করেন। তারপরেই ইঙ্গিত পাওয়া যায় বিষয়টির রফা সূত্র মিলেছে। কংগ্রেস সূত্রে খবর, বৃহস্পতিবার রাহুল গান্ধী (Rahul Gandhi) সমর্থন জানানোয় লালুপুত্রকেই মুখ হিসেবে চূড়ান্ত করা হয়।

এদিন পাটনায় মহাগঠবন্ধনের সাংবাদিক বৈঠকে ছিলেন অশোক গেহলট-সহ অন্যান্য জোট শরিকরা। তিনিই তেজস্বীর (Tejaswi Yadav) নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানিকে বিরোধী জোটের উপমুখ্যমন্ত্রী পদের মুখ হিসাবে ঘোষণা করা হয়। এই মুকেশ সাহানিই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চান প্রথমে। তাঁর দলেও আসন সমঝোতা নিয়ে যথেষ্ট দর কষাকষি করে। ফলে বেশ কয়েকটি আসনে জোটের একাধিক দল প্রার্থী দিচ্ছে। সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলেই মহাগঠবন্ধনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

spot_img

Related articles

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...