Sunday, January 11, 2026

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

Date:

Share post:

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav) মেনে নিল জোট শরিকরা। বৃহস্পতিবার মহাগঠবন্ধনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীই হবেন জোটের মুখ। দলীয় সূত্রে খবর, কংগ্রেস (Congress), বামদল-সহ মহাগঠবন্ধনের সব সহযোগীরা এই সিদ্ধান্তের সিলমোহর দিয়েছে।

বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) জোটের বিরুদ্ধে অবিজেপি দলগুলি জোট বেঁধেছে। তবে নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই আসন ভাগাভাগি এবং মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন তা নিয়ে বিস্তর দড়ি টানাটানি হয়। বুধবার কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) পটনায় RJD প্রধান লালুপ্রসাদের (Lalu Prasad Yadav) সঙ্গে বৈঠক করেন। তারপরেই ইঙ্গিত পাওয়া যায় বিষয়টির রফা সূত্র মিলেছে। কংগ্রেস সূত্রে খবর, বৃহস্পতিবার রাহুল গান্ধী (Rahul Gandhi) সমর্থন জানানোয় লালুপুত্রকেই মুখ হিসেবে চূড়ান্ত করা হয়।

এদিন পাটনায় মহাগঠবন্ধনের সাংবাদিক বৈঠকে ছিলেন অশোক গেহলট-সহ অন্যান্য জোট শরিকরা। তিনিই তেজস্বীর (Tejaswi Yadav) নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানিকে বিরোধী জোটের উপমুখ্যমন্ত্রী পদের মুখ হিসাবে ঘোষণা করা হয়। এই মুকেশ সাহানিই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চান প্রথমে। তাঁর দলেও আসন সমঝোতা নিয়ে যথেষ্ট দর কষাকষি করে। ফলে বেশ কয়েকটি আসনে জোটের একাধিক দল প্রার্থী দিচ্ছে। সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলেই মহাগঠবন্ধনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

spot_img

Related articles

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...