শৌচালয়ে উদ্ধার রক্তাক্ত দেহ! দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে (narendrapur at south 24 parganas) এক পানীয় প্রস্তুতকারক সংস্থার কারখানার শৌচালয় থেকে উদ্ধার হল এক কর্মীর রক্তাক্ত দেহ (worker murder in toilet)। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃতের পরিবার ও সহকর্মীদের অভিযোগ, এটি আত্মহত্যা নয়। পরিকল্পিত খুন।

মৃতের নাম কবীর হোসেন মোল্লা (৩০)। পরিবারের দাবি, গত ২২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন কবীর। সেদিন সন্ধে থেকে তাঁর মোবাইল ফোন অফ পাওয়া যায়। খোঁজাখুঁজি করতে গিয়ে পরিবারের সদস্যরা তাঁর মোটরবাইকটি কারখানার বাইরে দাঁড়ানো অবস্থায় দেখতে পান। শুক্রবার সকালে কারখানার শৌচালয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। আরো পড়ুন: কুনার নদীতে বাঁধ তুলছে আফগানিস্তান! উদ্বেগে পাকিস্তান

পুলিশ সূত্রে খবর, শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তবে দেহে একাধিক আঘাতের চিহ্ন মেলে। মুখে ও মাথায় গভীর ক্ষত দেখা গিয়েছে। প্রাথমিক অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।

ঘটনার পর কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, নিখোঁজের পর বিষয়টি জানানো হলেও কারখানা কর্তৃপক্ষ তেমন উদ্যোগ নেয়নি। নরেন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

–

–

–

–

–
–

