ইউটিউব (YT) হোক বা ফেসবুক (Facebook), এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট সরানোর নিয়মে বড় বদল আসতে চলেছে। ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (Ministry of Electronics and Information Technology) জানিয়েছে, এবার থেকে ‘বেআইনি’ কিংবা ‘অপরাধমূলক’ কোনও কনটেন্ট যদি এই মাধ্যম থেকে সরাতে হয় সেক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্র এবং রাজ্য স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতেই সেই ক্ষমতা থাকবে। ‘ব্লক’ করার সিদ্ধান্তও নিতে পারবেন তাঁরাই।

কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কন্টেন্ট ব্লকিং’ আইনে (Content blocking rule)বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এতদিন পর্যন্ত ২০০০ সালের তথ্য ও প্রযুক্তি আইন মেনে ‘বেআইনি’ কনটেন্ট সরিয়ে দেওয়া হত। কিন্তু এবার থেকে কেবল সিনিয়র পদমর্যাদার আধিকারিকদেরই (যেমন যুগ্ম সচিবরা) এই অধিকার দেওয়া হল।যদি যুগ্ম সচিব নিযুক্ত না করা হয়ে থাকে, সেক্ষেত্রে সম পদমর্যাদার কোনও কর্মকর্তা কনটেন্ট ব্লক সংক্রান্ত নোটিস পাঠাতে পারবেন। পুলিশ বিভাগের ক্ষেত্রে, বিশেষভাবে অনুমোদিত ডিআইজি পদমর্যাদার কোনও কর্মকর্তাই নোটিস জারি করতে পারবেন, অন্য কেউ নয়।

–

–

–

–

–

–

–

–


