Saturday, December 20, 2025

কোয়েল- কৌশিকের ‘স্বার্থপর’ অভিনয়ে চোখ ভিজলো টলিপাড়ার

Date:

Share post:

সময়ের সঙ্গে সঙ্গে সমাজ বদলেছে, সামাজিক পরিবর্তনে নারী অবস্থান বদলেছে। কিন্তু পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি কতটা পাল্টেছে? ভাইফোঁটা-বোনফোঁটার মরশুমে এই প্রশ্নটা আপনার মনে জাগে তুলতে পেরেছে পরিচালক অন্নপূর্ণা বসুর (Annapurna Basu) প্রথম ছবি ‘স্বার্থপর'(Sharthopor)। ট্রেলার দেখে স্পষ্ট, বাড়ি বিক্রি নিয়ে দাদা কৌশিক সেন (Kaushik Sen) ও বোন কোয়েল মল্লিকের (Koel Mallick) মতবিরোধের কথা। কিন্তু চিরাচরিত চেনা ছন্দে হাঁটেননি নবাগত পরিচালক। বরং পুরুষতান্ত্রিক ভাবনায় প্রবল আঘাত করে বুঝিয়ে দিয়েছেন সংঘাত স্বার্থপরতার জন্য নয় বরং এই লড়াই আত্মসম্মানের। তাতেই চোখ ভিজেছে আপামর দর্শকের। তালিকায় বাদ পড়েননি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) থেকে চিরঞ্জিত চক্রবর্তী কিংবা পরিচালক নন্দিতা রায় (Nandita Roy) থেকে রাজ চক্রবর্তীরাও (Raj Chakraborty)।

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই সিনেমায় অনেক বছর পর একসঙ্গে ধরা দিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল। দাদা সৌরভ (কৌশিক সেন) বোন অপর্ণাকে (কোয়েল মল্লিক) না জানিয়েই পৈতৃক ভিটে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আত্মসম্মানের সঙ্গে আপোষে রাজি নয় বোন। দাদা বোনের মিষ্টি সম্পর্ক অচিরেই হারিয়ে যায় পরিস্থিতির গাম্ভীর্যে। দুজনের যন্ত্রণার সাক্ষী থাকে কোর্টরুম। যেখানে মুখোমুখি টক্কর বর্ষীয়ান রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) সঙ্গে দর্শকের প্রিয় ‘একেনবাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তীর (Anirban Chakraborty)। সৎ ও অসৎ উকিলের লড়াইও দেখে দর্শক।

সিনেমার দুটি গানের (‘এই শোন, খেলতে যাবি চল’, এবং ‘ভেসে যায় সব খেলা একদিন’) কথা ও সুর গল্পের স্রোতকে যোগ্য সঙ্গত করে। অন্নপূর্ণার দক্ষ চিত্রনাট্যে সমাজের জন্য উঠে আসে এক গভীর বার্তা। ছোট থেকে বড় হওয়া ভিটে সম্পর্ক আদালত চৌহদ্দিতে পৌঁছানোর যন্ত্রণা মেনে নেওয়া অপর্ণার জন্য সহজ ছিল না। কিন্তু নিজের গ্ল্যামারাস লুক ঝেড়ে ফেলে দিয়ে সাবলীলভাবেই চরিত্রকে বাস্তবায়িত করেছেন কোয়েল (Koel Mallick)। ঘরোয়া, স্বাভাবিক মধ্যবিত্ত সংসারের বউ হিসেবে তাঁর না বলা কথা অনেকদিন মনে থেকে যাবে।

কৌশিক আবার প্রমাণ করলেন তিনি বড় মাপের ভালো অভিনেতা।

যেখানে দক্ষিণী ছবিকে নকল করে বক্স অফিস দখলের প্রচার সর্বস্ব আবহ তৈরির চেষ্টা চলছে টলিউডে, সেখানে স্বল্প প্রোমোশনে মানুষের মনের ঘরে জায়গা করে নিয়েছে ‘স্বার্থপর’। শহরের মাল্টিপ্লেক্সে আয়োজিত স্পেশাল স্ক্রিনিংয়ে টলিপাড়ার সিনে তারকারা এই ছবি দেখে মুগ্ধ। কলাকুশলীরা তো বটেই তার সঙ্গে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে জিৎ (Jeet), দেব (Dev), শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) ,অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত (Yash Dasgupta), নুসরত জাহানরা সকলেই।

চোখে জল নিয়ে হল থেকে বেরোলেন দর্শকরা। সুন্দরভাবে তৈরি সমসাময়িক গল্প তৈরীর দক্ষতাকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। নিখাদ বাঙালিয়ানা আর মানবিক অনুভূতির বার্তাতে ভরপুর ‘স্বার্থপর’ দেখার অনুরোধ করলেন বাংলার সব সিনে তারকারাই।

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...