ছত্তিশগড়ের (Chattirishgar) বস্তার অঞ্চলের কান্কের জেলায় নিরাপত্তা বাহিনীর হাতে আত্মসমর্পণ করলেন ২১ জন মাওবাদী। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ১৩ জন মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-এর (CPI-Maoist) সক্রিয় সদস্য ছিলেন। যা মাওবাদ মুক্ত ভারত গড়ার দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল।

পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে চারজন ডিভিশন কমিটি সদস্য, নয়জন এরিয়া কমিটি সদস্য এবং আটজন সাধারণ ক্যাডার রয়েছেন। তারা কেশকাল ডিভিশনের কুমারি ও কিসকোডো এরিয়া কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। বস্তারে অস্ত্রসহ আত্মসমর্পণ করল ১৩ জন মহিলা সহ ২১ জন মাওবাদী ক্যাডার।
বস্তারের আইজি সুন্দররাজ জানিয়েছেন, তাঁরা ৩টি AK-47, ৪টি SLR, দুটি ইনসাস রাইফেল, ৬টি ৩০৩ রাইফেল, ২টি সিঙ্গেল শত রাইফেল, ১ টি BJL সমর্পণ করেছে। আরও পড়ুন : রাজপুরে কাস্টমস অফিসারের উপর হামলা, গ্রেফতার চার

সম্প্রতি মাও নেতা কিষেনজীর ভাই মাল্লুজোলা ভেনুগোপাল রাও তাঁর সঙ্গীদের নিয়ে অস্ত্রত্যাগ করে আত্মসমর্পণ করেছিলেন। তার আগে বেশ কয়েক দফা আত্মসমর্পণ করেছেন মাওবাদী সংগঠনের বিভিন্ন গোষ্ঠী। ফলে ক্রমশ শক্তি হারাচ্ছে ভারতীয় কম্যুনিস্ট দলের সশস্ত্র বাহিনী। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেন, “বস্তার অঞ্চলের মানুষ এখন এই লাল সন্ত্রাস থেকে মুক্তি চান। আত্মসমর্পণকারী মাওবাদীরা বস্তারের মানুষের মনের কথা বুঝেছেন। ওনাদের লাল কার্পেটে অভ্যর্থনা জানানো হবে। লাগাতার আত্মসমর্পণে উত্তর বস্তার কার্যত মাওবাদী মুক্ত হয়েছে। দক্ষিণ বস্তারে যারা এখনও সন্ত্রাসের পথে রয়েছেন তাঁদের অনুরোধ, তাঁরা যেন অস্ত্র ছেড়ে সমাজের মূল ধারায় ফিরে আসেন।”

–

–

–

–

–

–
–


