Tuesday, November 18, 2025

প্রতারণা মোদি সরকারের! ১০০ দিনের গ্যারান্টি নেমেছে ৩১ দিনে, কটাক্ষ ডেরেকের

Date:

Share post:

বাংলায় মনরেগা প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার এই নির্দেশের পর মোদি সরকারের নির্লজ্জ আচরণকে হাতিয়ার করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ তিনি বলেন, মনরেগা প্রকল্পের ১০০ দিনের গ্যারান্টি কাজ নেমে এসেছে ৩১ দিনে৷ দিনের পর দিন বাংলায় মনরেগা প্রকল্পের কাজ বন্ধ রেখে রাজ্যের খেটে খাওয়া মানুষদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনরেগা প্রকল্পকে অসম্মান করে এই প্রকল্পকে মাটি কোপানোর কাজ বলেছিলেন। ডেরেক বলেন, দিনের পর দিন কাজ করার পরেও মনরেগা শ্রমিকদের মজুরি আটকে রাখা হয়। ৪০ শতাংশ মনরেগা কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সংযোগ নেই৷ বিরোধীশাসিত রাজ্যে মনরেগা চালু রয়েছে। বাংলায় মনরেগা শ্রমিকরা যখন দুরন্ত কাজ করছিলেন, তখন তাঁদের বেতন আটকে রেখে ভাতে মারার চক্রান্ত করেছে মোদি সরকার। বাংলায় ৩৬ কোটি শ্রমদিবস তৈরি করা হয়েছে মনরেগা প্রকল্পে। সারা দেশে বাংলা প্রথম৷ তার পরেও বাংলার ২ কোটি ৫০ লক্ষেরও বেশি লোকের মজুরি আটকে রেখেছে মোদি সরকার৷ দেশের আইন মোতাবেক মোদি সরকারকে বাংলার মনরেগা শ্রমিকদের মজুরি দিতেই হবে, সাফ দাবি ডেরেক ও’ব্রায়েনের। সোমবার দেশের শীর্ষ আদালতে বাংলার মনরেগা প্রকল্প নিয়ে বড় ধাক্কা খেয়েছে মোদি সরকার৷ দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, অবিলম্বে বাংলায় মনরেগা প্রকল্পের কাজ শুরু করতে হবে৷ একইসঙ্গে এই খাতে বাংলার বকেয়া বিপুল পরিমাণ টাকাও দিতে হবে কেন্দ্রকে৷

উল্লেখ্য, ২০২২ সাল থেকে বাংলাকে মনরেগা খাতে বকেয়া টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার৷ একইসঙ্গে কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে মনরেগা প্রকল্পের কাজও৷ কলকাতা হাইকোর্ট জুন মাসে কেন্দ্রীয় সরকারকে সাফ জানিয়ে দিয়েছিল, ১ আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু করতে হবে মনরেগা প্রকল্পের কাজ৷ সেই নির্দেশও মানেনি মোদি সরকার৷ এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র।

আরও পড়ুন- খুন করে দুর্ঘটনার গল্প! ইউপিএসসি পরীক্ষার্থী যুবক খুনে গ্রেফতার লিভ-ইন সঙ্গিনী ও প্রাক্তন প্রেমিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হাসিনার সাজা ঘোষণার পরই অগ্নিগর্ভ বাংলাদেশ, ঘটল মৃত্যুর ঘটনাও

২০২৪ সালের জুলাই মাস থেকেই উত্তপ্ত বাংলাদেশ। সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) ফাঁসির সাজা ঘোষণার...

অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা

একটা সময়ে যে মাওবাদী কমান্ডার বস্তারে ভারতীয় বাহিনীর রাতের ঘুম কেড়েছিলেন তিনি মাদভি হিডমা(Madvi Hidma)। অবশেষে অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে...

মঙ্গলবার থেকে শুরু একাদশ-দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া

মঙ্গলবার থেকে শুরু হল এসএসসি(SSC) একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ইতিমধ্যেই কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ...

“সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়”, জন্মদিনে জুবিনকে স্মরণ মমতার

দু’মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ। বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গিয়েছেন বলিউডের...