Tuesday, November 18, 2025

মহিলাদের সাইবার নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ, কলকাতায় তৈরি হচ্ছে আধুনিক তদন্ত ল্যাব

Date:

Share post:

ডিজিটাল দুনিয়ায় মহিলাদের নিরাপত্তা আরও শক্তিশালী করতে উদ্যোগ নিল রাজ্য সরকার। কলকাতা পুলিশের উদ্যোগে গড়ে উঠছে অত্যাধুনিক সাইবার অপরাধ তদন্ত ল্যাবরেটরি। নির্ভয়া তহবিলের আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই আধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ কেন্দ্র। এর পাশাপাশি তদন্তের পরিকাঠামো ও নজরদারি ব্যবস্থাও নতুনভাবে গড়ে তোলা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, এই প্রকল্পের মূল লক্ষ্য পুলিশের ডিজিটাল তদন্ত ব্যবস্থাকে আধুনিকীকরণ করা এবং জাতীয় ফরেনসিক ডেটা সেন্টারের সঙ্গে সমন্বয় স্থাপন। ওই কেন্দ্রে যৌন অপরাধে অভিযুক্তদের বিস্তারিত তথ্য সংরক্ষণ থাকবে। কলকাতার পাশাপাশি ভোপাল, গৌহাটি ও পুনের কেন্দ্রীয় ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগারের আধুনিকীকরণের কাজও একসঙ্গে চলবে।

ইতিমধ্যেই উন্নতমানের ডিজিটাল ফরেনসিক যন্ত্রপাতি সরবরাহ ও রক্ষণাবেক্ষণের জন্য ই-টেন্ডার আহ্বান করা হয়েছে। টেন্ডার নথিতে উল্লেখ করা হয়েছে, শুধু তদন্ত ল্যাব নয়— সাইবার নজরদারি, সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যাকআপ পরিকাঠামোও তৈরি করা হবে।

প্রকল্পের লক্ষ্য, ডিজিটাল অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানো এবং নারীদের সাইবার নিরাপত্তা আরও সুনিশ্চিত করা। প্রশাসনিক সূত্রের দাবি, এই উদ্যোগ কার্যকর হলে অনলাইন প্রতারণা, সাইবার স্টকিং ও নারী-সংক্রান্ত অপরাধের তদন্ত আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব হবে। জানা গিয়েছে, টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ ১৭ নভেম্বর। প্রস্তাবিত সরঞ্জাম তালিকায় রয়েছে একাধিক উচ্চ প্রযুক্তির ফরেনসিক যন্ত্র, যার কিছুটির দাম ৫৬ লক্ষ টাকাও ছুঁয়েছে।

spot_img

Related articles

কমল শীতের দাপট, কবে থেকে ফের নামবে তাপমাত্রা? জানুন বঙ্গের আবহাওয়া আপডেট

নভেম্বরের শুরু থেকেই মোটামুটি শীত উপভোগ করেছে বাংলা।কিন্ত চলতি সপ্তাহের শুরু থেকেই ফের  তাপমাত্রার পারদ কমার বদলে কিছুটা...

বাংলাদেশি – রোহিঙ্গা তকমা! ফের অসভ্যতা সেই গিরিরাজের

ফের বাংলাদেশি, রোহিঙ্গা তকমা বাংলার মানুষকে। মিথ্যা এবং কুৎসা চলছে বিজেপির পক্ষ থেকে এবং পরিকল্পনা করে। চ্যালেঞ্জ ছুঁড়ে...

লালবাজারে বড়সড় রদবদল, বদলি হলেন ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক

লালবাজারে পুলিশের ইন্সপেক্টর স্তরে বড় রদবদল। বৃহস্পতিবার ২১ জন আধিকারিককে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে...

টুকলিবাজ বিজেপি! ‘মা’ ক্যান্টিন নকল করে দিল্লিতে চালু ‘অটল ক্যান্টিন’

টুকলি করতে করতে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেল বিজেপি। কন্যাশ্রীর নকল হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের নকল হয়েছে। এবার সরাসরি...