২৪ ঘণ্টা আগে এতক্ষণে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। কিন্তু বলিউডের ‘হি ম্যান’ রোগ, শারীরিক অসুস্থতার ভিলেনকে পরাজিত করে মৃত্যুর গুজব উড়িয়ে অবশেষে ঘরে ফিরলেন। সুস্থতার পথে ধর্মেন্দ্র (Dharmendra)। খুশি অনুরাগীরা। বেশ কিছুদিন ধরে বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল অনুরাগীদের মধ্যে ও সিনে জগতে। অবশেষে বুধবার এল স্বস্তির খবর। হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র। পরিবারের সঙ্গে পৌঁছলেন বাড়ি। এবার বাড়িতেই চিকিৎসা চলবে তাঁর জানিয়ে দিলেন চিকিৎসক।

শ্বাসকষ্টের সমস্যার জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে। সোশ্যাল মিডিয়াতে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এলেও পরিবারের তরফে বারবার জানানো হয়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র। বুধবার সকালে হাসপাতাল থেকে একটি অ্যাম্বুল্যান্স ধর্মেন্দ্রর বাড়ির উদ্দেশে রওনা দেয় এবং ব্রিচ ক্যান্ডি হাসপাতালের এক চিকিৎসক জানিয়ে দেন হাসপাতাল থেকে বর্ষীয়ান অভিনেতাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে বাড়িতে রেখেই এখন থেকে চিকিৎসা করা হবে।

বুধবার সকাল সাতে সাতটা নাগাদ ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। ২ দিন আগে অভিনেতার প্রয়াণের খবর প্রকাশ করা হয়েছিল বিভিন্ন মিডিয়ায় এবং সেই নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছিলেন ধর্মেন্দ্র-কন্যা এষা দেওল। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সময়ের সাথে সুস্থ হচ্ছেন। সবাইকে অনুরোধ, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন।” মুখ খুলেছিলেন হেমা মালিনীও (Hema Malini)। ভুয়ো খবর না রটিয়ে ধর্মেন্দ্রর দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করতে বলেছিলেন তিনি সকলকে।

–

–

–

–

–

–

–
–


