Wednesday, November 12, 2025

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

Date:

Share post:

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায় দফায় পিচ পর্যবেক্ষণ করেন ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক। ম্যাচের দুই দিন এটা মোটামুটি স্পষ্ট হচ্ছে ইডেনের পিচ স্পিন সহায়ক হবে। দ্বিতীয় দিনের পর থেকে ঘূর্ণি হতে পারে উইকেট।

এই পরিস্থিতিতে ভারতীয় দলের(India Team) প্রথম একাদশে স্পিনারের আধিক্যই থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি বুধবার অনুশীলনের আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে সেই আভাসই দিয়ে রাখলেন।

গম্ভীরের ডেপুটি বলেছেন, “পরিস্থিতি অনুসারে তিন স্পিনার অল রাউন্ডার খেলানো হবে।চার স্পিনার খেলানো কঠিন।” অর্থ্যাত ওয়াশিংটন,অক্ষর,জাদেজাকেই খেলানো হতে পারে।ব্রাত্যই থাকতে পারেন কুলদীপ।

পরিস্থিতি বুঝে তিন স্পিনার দলে এনেছে প্রোটিয়ারা।অনুশীলনে লাগাতার বোলিং করে যাচ্ছেন তারা।ভারতীয় দলের সহকারী কোচ জানিয়েছেন, আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমন সামলানো।।দক্ষিণ আফ্রিকা দারুন দল, তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দল। অস্ট্রেলিয়ার মতো ভালো প্রতিপক্ষকে হারিয়েছে।

ভারতীয় দল একজন অতিরিক্ত ব্যাটার খেলাতে পারে,নাম  ভাসছে জুরেলের। রায়ান জানিয়েছেন, “জুরেলের খেলা নিয়ে পরিস্থিতি বিচার করে খেলানো হবে,।এখনই দল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।” তবে পরিস্থিতি বিচার করলে তাঁর খেলার সম্ভাবনা আছে।

বর্তমানে তিন ফর্ম্যাটেই খেলছেন গিল। ফলে তাঁর ওয়ার্কলোড নিয়েও প্রশ্ন উঠছে।এই প্রসঙ্গে রায়ান বলেন, “গিলের ওয়ার্কলোড সামলানো কঠিন চ্যালেঞ্জ। সে তিন ফরম্যাটে খেলছে। কিন্তু সে শারীরিক ভাবে খুব ভালো ফিট। আশা করি  সে এটা খুব ভালো ভাবে সামলাতে পারবে।”

 

spot_img

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...