সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) আজ সমাপ্তি। সকাল থেকে একগুচ্ছ চলচ্চিত্র উপভোগ করার সুযোগ, সন্ধ্যায় রবীন্দ্র সদনে (Rabindra Sadan) কৃতি সম্বর্ধনা ও সেরার সেরা সিনেমাকে পুরস্কৃত করা হবে। বৃহস্পতিবার দুপুরে রবীন্দ্রসদনে এক বিশেষ আলোচনা সবাই অংশ নেবেন শান্তনু মৈত্র (Shantanu Moitra) । বিষয়, ‘When Music Becomes Cinema’। যে কথা ভাষায় প্রকাশ করা যায় না তা অবনীলায় বলে দিতে পারি সুর। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন অরিন্দম শীল (Arindam Sil)। এরপরই সংবর্ধিত করা হবে শান্তনুকে।


আরও পড়ুন: KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’

নন্দনে আজ পরিবেশ সচেতনতায় নির্মিত Ghost Elephants দেখানো হবে। সিনে উৎসবের শেষ দিনে রাধা স্টুডিওতে রাজা চন্দ পরিচালিত ‘হালুম'(Haloom) দেখার সুযোগ দর্শকদের। উৎসবের দশমীতে FIPRESCI 100 লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হবে পরিচালক গৌতম ঘোষকে (Goutam Ghosh)। বিকেলে গোল্ডেন রয়াল বেঙ্গল টাইগার পুরস্কার, হীরালাল সেন মেমোরিয়াল পুরস্কার ঘোষণা করা হবে।

–

–

–

–

–

–



