Thursday, November 13, 2025

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

Date:

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ চাষিরা। চাষের খরচ তো দূরের কথা। বাজারে পেঁয়াজ এনে বিক্রি করার খরচই উঠছে না ডবল ইঞ্জিন (double engine) রাজ্যের পেঁয়াজ চাষিদের। এদিকে বাজারে পেঁয়াজের দাম কমেনি। মধ্যপ্রদেশে বিজেপির আমলে ফুলে ফেঁপে উঠছে পেঁয়াজের ব্যবসায়ী (onion traders) আর মিডল ম্যানরা, আফশোষ চাষিদের (farmers)।

মধ্যপ্রদেশের মন্দসৌর (Mandsaur) জেলার পেঁয়াজ চাষিরা বাজারে পেঁয়াজ বিক্রি করতে এসে এতটাই হতাশ, অনেকেই বলছেন পেঁয়াজ বিক্রি করবেন না তাঁরা। দরকার হলে বিনামূল্যে দিয়ে দেবেন লোককে। তাতে অন্তত তাঁদের পেঁয়াজ বিক্রি করতে আসার যাতায়াতের খরচটুকু বেঁচে যাবে।

মন্দসৌরের (Mandsaur) বাজারে গত কয়েকদিন ধরে যে চাষিরা এসেছেন তাঁরা পেঁয়াজের (onion) দাম পেয়েছেন প্রতি কেজিতে কেউ ১.৭০ টাকা, কেউ ১.৯৯ টাকা। গ্রাম থেকে পেঁয়াজ গাড়ি করে আনতে কারো খরচ হয়েছে হাজার টাকা। কারো বা ৭০০ টাকা। মাঝারি মানের চাষিরা ৬-৭ কুইন্টালের বেশি পেঁয়াজ চাষ করেন না। ফলে যাতায়াতের খরচ ওঠে না চাষিদের।

আরও পড়ুন: ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

চাষিরা অভিযোগ তুলছেন, তাঁরা দাম না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। অথচ যে ব্যবসায়ীদের কাছে তাঁরা বিক্রি করছেন, তাঁরাই লাভ তুলে নিচ্ছে। অন্যদিকে বাজারে দাম না কমিয়ে বিক্রি করে দোকানিরাও লাভ তুলে নিচ্ছে। মাঝখান থেকে লোকসানে একমাত্র কৃষকরা। মধ্যসত্ত্বভোগী (middleman) থেকে ব্যবসায়ী (traders) – সকলেই চাষির রক্তের বিনিময়ে ফলানো ফসলের লাভের কড়ি গুণছে।

Related articles

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...
Exit mobile version