বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে থাকে কঙ্গনা রানাউত(Kangana Ranaut )। বলিউড অভিনেত্রী এখন বিজেপির সাংসদ। কিন্তু জনপ্রতিনিধি হয়েও কঙ্গনা আছেন নিজের মেজাজেই। দেশের মধ্যে লিঙ্গ বৈষম্য নিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন কঙ্গনা।

বিজেপি সাংসদর তথা বলিউড অভিনেত্রীর বিতর্কিত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। দেশের মধ্যে লিঙ্গ বৈষম্য নিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন কঙ্গনা(Kangana Ranaut )। বলিউড অভিনেত্রী বলেন, ভারতের অনেক শিক্ষিত এবং আপাতদৃষ্টিতে আধুনিক মানসিকতার মানুষ এমনকি সিনে পরিবারের সঙ্গে যুক্ত লোকজনও গোপনে মেয়েদের তুলনায় ছেলেদের অগ্রাধিকার দেন। স্বাভাবিকভাবেই কঙ্গনার এই মন্তব্য ঘিরে চর্চা তুঙ্গে।

একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, ‘’এশিয়ার সমস্ত পরিবারের সঙ্গে কথা বললে বোঝা যাবে সব ধরনের মানুষের মধ্যেই সন্তানের লিঙ্গ নিয়ে নানারকম চিন্তাভাবনা রয়েছে। যদি কারও একটি মেয়ে থাকে এবং তার পরে দ্বিতীয়বার মেয়ে হয়, তখন এই বৈষম্যটা আরও ভাল করে বোঝা যায়। অনেকেই প্রকাশ্যে দেখান যে তাঁদের চোখে পুত্র ও কন্যা দুই-ই সমান। কিন্তু আমি বলছি, কন্যা হওয়ার পরে সবার মধ্যেই এই বিষয়টা নিয়ে চিন্তা শুরু হয়ে যায় এবং অনেক অভিনেতা-অভিনেত্রীর পরিবারেও এই ছবির কোন পরিবর্তন নেই।”

উল্টে বড় স্বনামধন্য পরিবারের ক্ষেত্রে এই প্রবণতা অনেক বেশি বলে মনে করেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় অনেকে কঙ্গনার সঙ্গে একমত। কঙ্গনা নিজের বক্তব্যে অনড় থেকেই সাফ জানান অনেকে পুত্রসন্তানের জন্য মানতও করেন। কিন্তু বাস্তবে তারাই আবার নিজেদের প্রগতিশীল দেখানোর চেষ্টা করেন।

তাঁর এই মন্তব্যের পর ঝড় উঠেছে নেটপাড়ায়। অনেকেই তির্যকভাবে কঙ্গনাকে নিশানা করেছেন বলিউড সম্পর্কে এহেন মন্তব্য করার জন্য। তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নিজের বক্তব্য থেকে একটুও সরে আসেন নি কঙ্গনা।

–

–

–

–



