Tuesday, January 27, 2026

কসবার হোটেলে রহস্যমৃত্যুর তদন্তে নয়া মোড়, মৃতের পাকস্থলীতে কী? জানাল লালবাজার

Date:

Share post:

কসবার হোটেলে (Kasba Hotel) খুনের (Murder) ঘটনায় তদন্তে নয়া মোড়। মৃত আদর্শ লোসাল্কার পাকস্থলীতে মিলেছে অ্যালকোহল (Alcohol)। সোমবাপ লালবাজারে সাংবাদিক বৈঠক করে জানালেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার (Join CP (Crime) Rupesh Kumar)। তিনি জানান, ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এসেছে সেখানে দেখা যাচ্ছে মৃতের পাকস্থলীতে আধা তরল খাবার ছিল ৷ সেই সঙ্গে ছিল অ্যালকোহলের উপস্থিতি। তবে শ্বাসরোধ করে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে এই বিষয়ে একপ্রকার নিশ্চিত পুলিশ (Police)৷

শুক্রবার রাতে কসবার হোটেলে (Kasba Hotel) ওঠেন আদর্শ, ধ্রুব ও কমল। শনিবার বিকেলে কসবার শান্তিপল্লি এলাকায় ওই হোটেলের ঘর থেকে বীরভূমের বাসিন্দা আদর্শর বিবস্ত্র দেহ উদ্ধার হয়৷ তদন্তে নেমে হোটেলের রেজিস্টার ও CCTV ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন গোয়েন্দারা ৷ কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম বলেন, “তদন্ত চলছে ৷ দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকিটা পরে জানানো হবে ৷” তিনি জানান, একটি ডেটিং অ্যাপে কমল নামের ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল আদর্শের ৷ দুজন দেখা করবেন বলে ঠিক করেন৷ সেই মতো প্রথমবার দেখা করতে কলকাতায় আসেন তাঁরা ৷ ওই সময় কমলের সঙ্গেই ছিলেন ধ্রুব মিত্র ৷ শুক্রবার রাতে কমল ও ধ্রুবের সঙ্গে কসবার ওই হোটেলে চেক ইন করেন আদর্শ ৷ ডেটিং অ্যাপে প্রেমের ফাঁদ পেতে কমল এবং ধ্রুব তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলে সেটাতে বাধা দিতেই খুন হন ওই যুবক। গোয়েন্দারা জানতে পারেন ওই আদর্শের মৃত্যুর পরে ধৃত ধ্রুব মিত্র এবং কমল সাহা একাধিক জায়গা ঘুরে বেড়িয়েছিলেন। তবে নিরাপদ আশ্রয় না পেয়ে নিজেরাই থানা চত্বরে হাজির হয়েছিলেন। ধৃতদের জেরা করে আরও কিছু তথ্য সামনে এসেছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও খবরস্কুল থেকে বাড়ি ফেরা হল না! উলুবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পুলকার, মৃত ৩ পড়ুয়া

বৈঠকে পুলিশের তরফে জানানো হয়, কসবার হোটেল থেকে আদর্শ লোসাল্কারের দেহ উদ্ধারের সময় তাঁর নাক দিয়ে রক্ত বেরচ্ছিল, শরীরেও চোটের আঘাতের চিহ্ন ছিল। হোটেলের ঘর বেশ এলোমেলো ছিল ও ঘরে পড়ে ছিল মদের বোতল। বিছানার অবস্থা বা ঘরের পরিস্থিতি থেকে অনুমান করে যায় যে ওই ঘরে ধস্তাধস্তি হয়েছে। ধৃত ধ্রুব মিত্র পেশায় ডেলিভারি বয় ও কোমল সাহা ফ্রিল্যান্স ভিডিও এডিটর। ‘বাম্বেল’ নামের ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে কোমলের আলাপ হয়। কসবার হোটেলে আসার পর ধ্রুব ও কোমলের সঙ্গে আদর্শ পার্টি করেন আর তারপরই বচসা শুরু হয় তাঁদের। তারপরই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।

spot_img

Related articles

বাংলায় বনধ হয় না: অনুকূল শিল্প-পরিবেশের বার্তা মুখ্যমন্ত্রীর, দইঘাটে শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন-সিরিটি মহাশ্মশান-এর ভার্চুয়াল উদ্বোধন

“এখন বাংলায় আর বনধ হয় না। তাই শিল্পের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে”-ভোটমুখী বাংলায় শিল্পপতিদের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী...

মার্কিন শুল্ক নীতিকে ঠাণ্ডা ঘরে: ইউরোপীয় ইউনিয়ন-ভারত বাণিজ্য চুক্তিতে খুলছে লাভের দরজা

গত বছরের শুরু থেকে মার্কিন শুল্কনীতির খাঁড়া ভারতের উপর চেপে বসায় শেয়ার বাজার সেই যে নিম্নগামী হয়েছিল, ক্ষুদ্র...

ফের SIR আতঙ্কে ২ মৃত্যুর অভিযোগ

বাবার নামের সমস্যার জন্য ছেলেদের এসআইআরে (SIR hearing notice) ডাক। অভিযোগ, সেই চিন্তায় আতঙ্কগ্রস্ত হয়ে মৃত্যু হল বাবার।...

দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম! 

সোমবারের পর মঙ্গলেও মহার্ঘ হলুদ ধাতু। যত সময় যাচ্ছে ততই সোনার দামের (Gold price) গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে চলেছে।...