Tuesday, January 6, 2026

কসবার হোটেলে রহস্যমৃত্যুর তদন্তে নয়া মোড়, মৃতের পাকস্থলীতে কী? জানাল লালবাজার

Date:

Share post:

কসবার হোটেলে (Kasba Hotel) খুনের (Murder) ঘটনায় তদন্তে নয়া মোড়। মৃত আদর্শ লোসাল্কার পাকস্থলীতে মিলেছে অ্যালকোহল (Alcohol)। সোমবাপ লালবাজারে সাংবাদিক বৈঠক করে জানালেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার (Join CP (Crime) Rupesh Kumar)। তিনি জানান, ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এসেছে সেখানে দেখা যাচ্ছে মৃতের পাকস্থলীতে আধা তরল খাবার ছিল ৷ সেই সঙ্গে ছিল অ্যালকোহলের উপস্থিতি। তবে শ্বাসরোধ করে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে এই বিষয়ে একপ্রকার নিশ্চিত পুলিশ (Police)৷

শুক্রবার রাতে কসবার হোটেলে (Kasba Hotel) ওঠেন আদর্শ, ধ্রুব ও কমল। শনিবার বিকেলে কসবার শান্তিপল্লি এলাকায় ওই হোটেলের ঘর থেকে বীরভূমের বাসিন্দা আদর্শর বিবস্ত্র দেহ উদ্ধার হয়৷ তদন্তে নেমে হোটেলের রেজিস্টার ও CCTV ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন গোয়েন্দারা ৷ কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম বলেন, “তদন্ত চলছে ৷ দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকিটা পরে জানানো হবে ৷” তিনি জানান, একটি ডেটিং অ্যাপে কমল নামের ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল আদর্শের ৷ দুজন দেখা করবেন বলে ঠিক করেন৷ সেই মতো প্রথমবার দেখা করতে কলকাতায় আসেন তাঁরা ৷ ওই সময় কমলের সঙ্গেই ছিলেন ধ্রুব মিত্র ৷ শুক্রবার রাতে কমল ও ধ্রুবের সঙ্গে কসবার ওই হোটেলে চেক ইন করেন আদর্শ ৷ ডেটিং অ্যাপে প্রেমের ফাঁদ পেতে কমল এবং ধ্রুব তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলে সেটাতে বাধা দিতেই খুন হন ওই যুবক। গোয়েন্দারা জানতে পারেন ওই আদর্শের মৃত্যুর পরে ধৃত ধ্রুব মিত্র এবং কমল সাহা একাধিক জায়গা ঘুরে বেড়িয়েছিলেন। তবে নিরাপদ আশ্রয় না পেয়ে নিজেরাই থানা চত্বরে হাজির হয়েছিলেন। ধৃতদের জেরা করে আরও কিছু তথ্য সামনে এসেছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও খবরস্কুল থেকে বাড়ি ফেরা হল না! উলুবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পুলকার, মৃত ৩ পড়ুয়া

বৈঠকে পুলিশের তরফে জানানো হয়, কসবার হোটেল থেকে আদর্শ লোসাল্কারের দেহ উদ্ধারের সময় তাঁর নাক দিয়ে রক্ত বেরচ্ছিল, শরীরেও চোটের আঘাতের চিহ্ন ছিল। হোটেলের ঘর বেশ এলোমেলো ছিল ও ঘরে পড়ে ছিল মদের বোতল। বিছানার অবস্থা বা ঘরের পরিস্থিতি থেকে অনুমান করে যায় যে ওই ঘরে ধস্তাধস্তি হয়েছে। ধৃত ধ্রুব মিত্র পেশায় ডেলিভারি বয় ও কোমল সাহা ফ্রিল্যান্স ভিডিও এডিটর। ‘বাম্বেল’ নামের ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে কোমলের আলাপ হয়। কসবার হোটেলে আসার পর ধ্রুব ও কোমলের সঙ্গে আদর্শ পার্টি করেন আর তারপরই বচসা শুরু হয় তাঁদের। তারপরই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন! সন্দেশখালি পেতে চলেছে নতুন সেতু 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো সন্দেশখালি অবশেষে পেতে চলেছে বহু প্রতীক্ষিত নতুন সেতু। দীর্ঘদিনের দাবি পূরণে রাজ্য প্রশাসনের উদ্যোগে...

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর চোখ খুলল ইউরোপের! NATO-র বার্তা আমেরিকাকে

যতক্ষণ না গায়ে আগুনের আঁচ লাগছিল গা বাঁচিয়েই খেলছিল ইউরোপের তথাকথিত শক্তিধর দেশগুলি। এমনকি ভেনেজুয়েলায় (Venezuela) ঢুকে ডোনাল্ড...

অমর্ত্য সেনকে শুনানিতে ডাক: অভিষেকের কটাক্ষের পরে সাফাই কমিশনের 

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) কোনও ভাবেই SIR এর শুনানিতে হাজির হতে হবে না। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয়...

ভোটের দফা কমাবে কমিশন? ২১ সালে করোনার সময় কেন হয়নি, প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার কতখানি অমানবিক, বাংলার মানুষ টের পেয়েছিল ২০২১ সালে। শুধুমাত্র বাংলায় ক্ষমতা দখলের জন্য প্রবল...