Tuesday, November 25, 2025

মতুয়াগড়ে জননেত্রীর প্রতিবাদ মিছিলে জনস্রোত, রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

Date:

চাঁদপাড়া পাটপট্টি মোড় থেকে ঢাকুরিয়া হাইস্কুল মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল (March)। সামনে জননেত্রী। আর তাঁর পিছনে জনস্রোত। দুধারে উপচে পড়ছে ভিড়। রাস্তার দুপাশে বাড়ির ছাদ থেকে বারান্দা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একঝলক দেখতে প্রবল উৎসাহী জনতা। মঙ্গলবার SIR নামে বৈধ ভোটাদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তার পরে চাঁদপাড়া পাটপট্টি মোড় থেকে ঢাকুরিয়া হাইস্কুল মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন মমতা। মিছিলে মানুষের ঢল, বাঁধভাঙা উচ্ছ্বাস।

এদিন প্রতিবাদ মিছিল চাঁদপাড়া থেকে পদযাত্রা (Rally) মমতা পাশেই ছিলেন মমতাবালা ঠাকুর এবং কনিষ্ঠতম বিধায়ক মধুপর্ণা। ছিলেন পার্থ ভৌমিক, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, জয়া দত্তরাও। তিন কিলোমিটারে পদযাত্রায় মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভিড় সামাল দিতে গোটা পথের দু’ধারে দড়ির বেড়া করেছিল পুলিশ। SIR বিরোধী এই মিছিলেই ছিল বাংলার মনীষীদের ছবি। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ-সহ অন্যান্য মণীষীদের ছবি নিয়ে হাঁটতে দেখাগেল কর্মী সমর্থকদের। পাশাপাশি দলনেত্রীর ছবি গলায় ঝুলিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে কর্মী-সমর্থকেরা দীর্ঘ মিছিল করে জমায়েত হতে দেখা যায় চাঁদপাড়া বাজারের পদযাত্রা শুরুর জায়গায়। 

মিছিল (March) যত এগিয়েছে তত বেড়েছে তার পরিধি। জায়গায় জায়গায় দাঁড়িয়ে রড়তে হয়ে মমতাকে। কারণ মানুষের বাঁধ ভাঙা আবেগ। কেউ প্রণাম করছেন, কেউ এগিয়ে এসে হাতে তুলে দিচ্ছেন ছবি। বয়স্ক মহিলাদের দেখা গিয়ে জননেত্রীকে কাছে পেয়ে নিজেদের কথা উজাড় করে বলতে। রাস্তার দুধারে বাড়ির ছাদ-বারান্দাতেও ছিল উপচে পড়া ভিড়। পদযাত্রা শেষ করে কলকাতা ফিরে আসেন মুখ্যমন্ত্রী। 

Related articles

সুপ্রিম-নির্দেশ বড়া বালাই: আধার বাধ্যতামূলক করার পথে নির্বাচন কমিশন

বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু করেই ৬৫ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল নির্বাচন কমিশন। তার জেরে বিরোধীরা সাধারণ মানুষের...

হেরিটেজ সংরক্ষণে গতি: রাজ্যের প্রকল্পে ২৭টি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ

রাজ্যের ঐতিহ্যমণ্ডিত স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি...

গ্রুপ পর্বেই ভারত-পাক, কোন কোন মাঠে খেলবেন সূর্যরা? জানুন বিস্তারিত

আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত  হবে টি২০ বিশ্বকাপ( T20 World Cup 2026)। ভারত ও পাকিস্তান...

বারাসত মেডিক্যালে মৃতের চোখ চুরি! গাড়ি থামিয়ে নালিশ শুনে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, মৃতের পরিবারকে প্রতিশ্রুতি

বারাসত মেডিক্যল কলেজের (Barasat Medical College And Hospital) মর্গ থেকে মৃতের (Dead Body) চোখ (Eye) চুরির অভিযোগ। খবর...
Exit mobile version