বাংলাজুড়ে SIR আতঙ্কে নানা ঘটনা প্রতিদিনই সংবাদ শিরোনামে। কোথাও আত্মহত্যার অভিযোগ তো কোথাও অসুস্থ হওয়ার ঘটনা। এর মধ্যেই আবাক কাণ্ড হুগলির (Hoogly) উত্তরপাড়ায়। সেখানে বটগাছে (Banyan Tree) চড়ে বসে এক মহিলা। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ (Uttarpara PS)। কাছে গেলেই তিনি বলতে আসছেন, এটাই আমার বাড়ি আমার কাছে কাজ চাইবে না!
বৃহস্পতিবার, সকালে হঠাৎই শোরগোল উত্তরপাড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে হিন্দমোটর কলোনি এলাকায়। সেখানে বটগাছে (Banyan Tree) চড়ে বসে আছেন এক মহিলা (Woman)। তাঁকে নামতে বললেই গাছের ডাল হাতে তেড়ে আসছেন। বুধবার রাত থেকেই তিনি গাছে রয়েছেন। সকালে পুলিশ (Police) যায় তাঁকে নামাতে। কিন্তু গাছে ছেড়ে নামতে নারাজ তিনি।
স্থানীয়দের দাবি, এসআইআর ফর্ম পাওয়ার পরে আতঙ্কেই না কি তিনি গাছে চড়ে বসেছেন। কেউ আবার বলছেন SIR ফর্ম ফিলাপ হয়নি সেই আতঙ্কে উনি গাছে। তবে, কারও মতে আবার উত্তরপাড়ায় যেভাবে দিনের আলোয় গাছ কাটা পড়ছে, তারই প্রতিবাদে গাছে চড়ে আছেন ওই মহিলা। কেউ আবার বলছেন, উনি মানসিক ভারসাম্যহীন।
আরও খবর: উড়ালপুলের রেলিং ভেঙে রেল লাইনে পড়ল ট্রাক, অল্পের জন্য বাঁচল গরিবরথ এক্সপ্রেস
ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার পুলিশ। তারা মহিলাকে নীচে নামতে বললেই, তিনি বলছেন এটাই আমার ঘর। আমার কাছে কেউ কাগজ চাইবে না। তাঁর এই মন্তব্য থেকেই অনেকের ধারনা এসআরআই আতঙ্কে মানসিক অবসাদেই গাছে উঠেছেন ওই মহিলা।
–
–
–
–
–
–