Saturday, December 13, 2025

পরিস্থিতির দোহাই: তাজপুর বন্দর থেকে সরে যাওয়া নিয়ে সৌগতকে বার্তা আদানির

Date:

শর্ত পূরণ না করায় রাজ্য সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে বাদ দিয়েছিল আদানি গোষ্ঠীকে। কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে এবার পরিস্থিতির দোহাই দেওয়া শুরু আদানি গোষ্ঠীর (Adani Group)। সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) সঙ্গে একান্ত আলাপচারিতায় গৌতম আদানি (Gautam Adani) দাবি করলেন, পরিস্থিতি প্রতিকূল হওয়ায় তিনি তাজপুরে সমুদ্র বন্দর (Tajpur sea port) নিয়ে এগোতে পারলেন না।

২০২২ সালে যে তাজপুর সমুদ্র বন্দর তৈরির জন্য আদানি গোষ্ঠীকে রাজ্যের সরকারই আগ্রহভরে ডেকে নিয়েছিল, তাদেরই ২০২৫ সালে বাতিল করে রাজ্যের সরকার। নিয়ম মেনে দরপত্র (tender) হাঁকার পরে সর্বোচ্চ দর হাঁকা আদানি গোষ্ঠীকে স্বাভাবিকভাবেই বেছে নিয়েছিল রাজ্য সরকার। এরপর সেই ছাড়পত্রের জন্য কেন্দ্রের সরকারের কাছে পাঠানো হয়েছিল প্রস্তাব। কিন্তু আদানি গোষ্ঠী নির্দিষ্ট মাপকাঠি পার করতে পারেনি বলেই সূত্রের খবর।

এরপরই জুন মাসে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে আদানি গোষ্ঠীর জন্য যে লেটার অফ ইনটেন্ট দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়। এরপরে কার্যত রাজ্য সরকার বা শাসকদলের কাউকে প্রকাশ্যে এই প্রসঙ্গ তুলতে দেখা যায়নি।

আরও পড়ুন : বাংলার বস্ত্রশিল্পের গৌরব পুনরুদ্ধারে মসলিন তীর্থ, নদিয়ার জনসভায় মুখ্যমন্ত্রী 

বুধবার এনসিপি কর্ণধার শরদ পাওয়ার জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তৃণমূল সাংসদ সৌগত রায় ও গৌতম আদানিকে। সেখানেই সৌগত রায় আদানি গোষ্ঠীর কর্ণধারকে তাজপুর সমুদ্র বন্দর (Tajpur sea port) নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরে গৌতম আদানি (Gautam Adani) দাবি করেন, এখানে কাজ করার উপযুক্ত সুবিধা পাননি তিনি। পরিস্থিতি অনুকূল হল না। যদিও সেখানে কেন্দ্রের সরকারের আপত্তির প্রসঙ্গ সন্তর্পণে এড়িয়ে যান গৌতম আদানি।

Related articles

SIR আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে, আত্মঘাতী মালদহের প্রৌঢ়!

সময় শেষ, অথচ এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়নি। পরিচিতরা ভয় দেখিয়েছিলেন এবার বোধহয় বাংলাদেশে চলে যেতে হবে।...

অব্যবস্থা, বিজেপির উস্কানি! যুবভারতীর ঘটনার তীব্র নিন্দা তৃণমূলের, আয়োজককে তোপ কুণালের

মেসির অনুষ্ঠানের চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকল যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuva Bharati)। শনিবার, মাত্র ১৯ মিনিট মাঠে ছিলেন বাঁ পায়ের...

শাহজাহান মামলার সাক্ষীকে গাড়ির ধাক্কা: ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার পিছু নেওয়া বাইকার

তৎপরতার সঙ্গে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের উপর হামলার ঘটনার অভিযোগে পিছু নেওয়া বাইকারকে (biker) গ্রেফতার করল ন্যাজাট...

টিকিট কেটেও দেখতে পেলেন না দর্শকরা, শুভশ্রী মেসি-সাক্ষাতের ছবি পোস্ট করতেই কটাক্ষের বন্যা

দূরদূরান্ত থেকে এসে হাজার হাজার টাকার টিকিট কেটেও ঈশ্বর দর্শন হল না। রাগে -ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা। আর...
Exit mobile version