ডিসেম্বরের শুরু থেকে প্রায় প্রত্যেক দিনই তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। চলতি মরশুমে প্রায় প্রত্যেক দিনই শীতলতম অনুভূতির মধ্যে দিয়ে যেতে হয়েছে বঙ্গবাসীকে। শুক্রবারেও পারদ পতন অব্যাহত। উত্তুরে হওয়ার দাপটে বেশ শিরশিরানি (Winter Spell) উপভোগ করা যাচ্ছে। কিন্তু এত সুখ সইবে কি? সাগরে ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা দেখা দিতেই কপালে চিন্তার ভাঁজ হাওয়া অফিসের ( weather department) কর্তাদের।
দেরিতে হলেও ভরপুর শীতের আমেজ উত্তর থেকে দক্ষিণ বাংলার সব প্রান্তজুড়ে। পশ্চিমের জেলায় তাপমাত্রা প্রায় এগারো ডিগ্রির ঘরে। কলকাতায়র সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।হাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ ফের দক্ষিণবঙ্গে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। বলাইবাহুল্য অঘ্রাণ মাসের শেষ সপ্তাহে শীত মারকুটে ব্যাটিং শুরু করেছে। উত্তরবঙ্গের উপরের চারটি জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়েছে। এসবের মাঝেই আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে জম্মু কাশ্মীর এলাকায়। যদিও বঙ্গে আপাতত এসবের প্রভাবে শীতের আমেজে ঘাটতি হবে না বলেই মনে করা হচ্ছে।

–

–

–

–

–

–

–

–


