শনির সকালে ট্রেন দুর্ঘটনার খবর নদিয়ার তাহেরপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন জনের। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই। সকালের দিকে কুয়াশা থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও রেলের আধিকারিকরা। মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গেছে। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
চলতি সপ্তাহে সেভাবে ঠান্ডার দাপট না থাকলেও শনিবার ভোররাতে ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এদিন ভোররাতে অসমের হোজাই জেলায় সাইরং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় আটটি হাতির মৃত্যুর খবর মিলেছে। জখম এক শাবক। দুর্ঘটনায় লাইনচ্যুত ট্রেনের ৫ টি কামরা। স্বাভাবিক ভাবেই দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। মধ্যরাতে দুর্ঘটনা ঘটলেও সকাল পর্যন্ত অসম ও উত্তর-পূর্বের অন্যত্রও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানা গেছে।

–

–

–

–

–

–

–



