Sunday, January 11, 2026

কেন্দ্রের ব্যর্থতায় হাতির মৃত্যু! ঢাকা দিতে ম্যানগ্রোভ-‘অভিযোগ’ কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

প্রথম বাংলায়। এবার অসমে। মর্মান্তিকভাবে মৃত্যু হল হাতির দলের। একসঙ্গে ট্রেনের ধাক্কায় এত হাতির মৃত্যু দেশের ইতিহাসে বিরল। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav) দাবি করছেন হাতি মৃত্যুতে তদন্ত রিপোর্ট চাওয়া হয়েছে। কেন্দ্রের বিভাগীয় মন্ত্রীর ধারণা হাতির করিডোর (elephant corridor) সম্পর্কে কতটা, সেখানেই স্পষ্ট। এহেন কেন্দ্রীয় মন্ত্রী (central minister) হাতি রক্ষায় ব্যর্থতা ঢাকতে এবার ম্যানগ্রোভ (mangrove) নিয়ে বাংলার দিকে আঙুল তুললেন। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

সম্প্রতি ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়। তদন্তে উঠে আসে মেসেজ রেল দফতর না দেখার কারণে দুর্ঘটনা ঘটে। বাংলায় এমন ঘটনার পরও যে রেল দফতর সতর্ক হয়নি, তার প্রমাণ মেলে শনিবার। অসমে (Assam) একসঙ্গে সাতটি হাতির মৃত্যু (elephant death) হয়। দুর্ঘটনার কবলে রাজধানী এক্সপ্রেস। কিন্তু ডবল ইঞ্জিন অসম সরকারের গাফিলতি থাকলে তা প্রকাশ্যে আনতে পারছে না বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বাংলায় এসে রবিবার দাবি করেন, অসমের ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রের সরকার।

তবে রেলের সঙ্গে তালমিল নিয়ে যে কেন্দ্রীয় মন্ত্রীও অজ্ঞাত, স্পষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর কথায়। তিনি জানান, রেল দফতরকে (Railway Department) বলা হয়েছে যে সব রাজ্যে হাতির চলাচলের (elephant corridor) এলাকা দিয়ে রেলপথ রয়েছে, সেখানে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় সাধন করতে। সেখানেই বাংলার শাসকদল তৃণমূলের প্রশ্ন, বারবার ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতি মারা যাচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। কেন্দ্রের সরকার কোনও দায়িত্ব নেবে না? কেন্দ্রের সরকার বারবার ফেল করছে এখানে।

আরও পড়ুন : রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ব্যাহত উত্তর-পূর্বের ট্রেন চলাচল

এরপরেও কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় এসে ম্যানগ্রোভ নিয়ে বাংলার দিকে নিশানা করছেন হাতি সংরক্ষণে কেন্দ্রের ব্যর্থতা ঢাকতে। তিনি দাবি করেন, বাংলার সরকার ম্যানগ্রোভ সংরক্ষণে যথেষ্ট ভূমিকা নিচ্ছে না। যেখানে বাংলার সরকারের উদ্যোগে ও অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যেভাবে গত কয়েক বছরে ম্যানগ্রোভ লাগানো হয়েছে, তার প্রমাণ বিগত কয়েকটি ঘূর্ণিঝড়। যে কারণে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, ভূপেন্দ্রবাবু এখানে এসে সরকারি কাজ করছেন না বেশি দলের কাজ করছেন সেটা আগে দেখা দরকার।

spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...