ঘন কুয়াশার জেরে রাজ্যে দুর্ঘটনার মুখে যাত্রীবাহী বাস। বুধবার ভোরে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৯ জন। ঘাতক লরিটিকে আটক করলেও চালক পলাতক।

বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগণার ঢোলাহাটের (Dholahat) জুমাইনস্কর থেকে লক্ষ্মীকান্তপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। উল্টোদিক থেকে একটি বালি ভর্তি লরি (truck) আসছিল। ঘন কুয়াশার (dense fog) জেরে বাস ও লরিটির মুখোমুখি সংঘর্ষ (head on collision) হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির।

স্থানীয় বাসিন্দাদের দাবি, লরিটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। কুয়াশার (dense fog) জেরে দৃশ্যমানতা কম থাকায় বাসটি দেখতে না পাওয়ায় লরিটি এসে তাকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দাদের আত্মীয়রাও ওই বাসে ছিলেন। লরিটিকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : যাদবপুরে সমাবর্তনে রাজ্যপাল: ফের অশান্তি তৈরির চেষ্টা SFI-এর

সুন্দরবন জেলা পুলিশ সুপার (SP) কোটেশ্বর রাও জানান, কুয়াশার জেরেই দুর্ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আহতদের স্থানীয় একটি নার্সিং হোমে চিকিৎসার জন্য ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

–

–

–

–

–


