Monday, December 29, 2025

বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ পরিদর্শন অভিষেকের, আশ্বস্ত-আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা

Date:

Share post:

ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডিসেম্বরের গোড়া থেকে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন অভিষেক। এর আগে বজবজের স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সোমবার, বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। কথা বলেন, উপস্থিত রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে। চিকিৎসকদের থেকেও রোগীদের সম্পর্কে তথ্য নেন। 

সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডায়মন্ড হারবার লোকসভায় ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু থেকে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমবারের মতো দ্বিতীয়বারের এই স্বাস্থ্য শিবিরেও (Health Camp) শুরু থেকে উপচে পড়া ভিড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন তাঁর সংসদীয় এলাকার সব স্তরের মানুষ। এদিন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের ‘সেবাশ্রয় ২’ পরিদর্শন করেন অভিষেক। বিকেল সাড়ে তিনটে নাগাদ রসপুঞ্জ পিকে হাইস্কুল গ্রাউন্ডে মডেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি। তার পরে যান পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে সেবাশ্রয় ২-এর ক্যাম্প পরিদর্শনে। 

প্রথম ক্যাম্পের অভাবনীয় সাফল্যের পরে এবারেও ‘সেবাশ্রয় ২’ শিবিরগুলিতে উপচে পড়া ভিড়। অভিষেকের পরিকল্পনা ও কর্মসূচি প্রশংসায় পঞ্চমুখ রোগী থেকে শুরু করে তাঁদের পরিবারের লোকেরাও। ডায়মন্ড হারবারের সাংসদের ‘সেবাশ্রয়’ কর্মসূচি বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছেন। বিরোধী রাজ্যগুলি অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নকল করতে চাইছে। 

এদিন ‘সেবাশ্রয় ২’ শিবিরের বাইরে উপচে পড়ে ভিড়। প্রিয় নেতাকে একঝলক দেখতে, একবার হাত মেলাতে উদ্বেল হয়ে ওঠেন স্থানীয়রা। অভিষেকও কাউকে নিরাশ করেননি। অটোগ্রাফ থেকে সেলফি- সবার আবদার মিটিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেককে পাশে পেয়ে আশ্বস্ত ও আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা। 

spot_img

Related articles

কমিশনের নির্দেশ মতো কেন নয় বয়স্কদের শুনানি! SIR পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে সি মুরুগন

এসআইআর নিয়ে বঙ্গে মানুষের ভোগান্তির আর শেষ নেই। শুনানির সঠিক ব্যবস্থা না থাকার ফলে বারবার হয়রানির অভিযোগও তুলেছেন...

নৃত্য-গীতে জমজমাট দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘স্বপ্নের প্রকল্প’ দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চাঁদের হাট। সমাজের বিভিন্ন ক্ষেত্রের...

বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর, ঘোষণা মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনও

বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই ঘোষণা...

এসআইআরে নাম বাদ যাওয়ার আতঙ্কে একদিনে তিন মৃত্যু রাজ্যে

এসআইআর (SIR Tension) আতঙ্কে মৃত্যু-মিছিল বেড়েই চলেছে। সোমবার ফের একদিন তিনজনের মৃত্যু হল রাজ্যে। হাওড়া, নদিয়া এবং পুরুলিয়ায়...