Monday, January 19, 2026

বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ পরিদর্শন অভিষেকের, আশ্বস্ত-আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা

Date:

Share post:

ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডিসেম্বরের গোড়া থেকে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন অভিষেক। এর আগে বজবজের স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সোমবার, বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। কথা বলেন, উপস্থিত রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে। চিকিৎসকদের থেকেও রোগীদের সম্পর্কে তথ্য নেন। 

সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডায়মন্ড হারবার লোকসভায় ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু থেকে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমবারের মতো দ্বিতীয়বারের এই স্বাস্থ্য শিবিরেও (Health Camp) শুরু থেকে উপচে পড়া ভিড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন তাঁর সংসদীয় এলাকার সব স্তরের মানুষ। এদিন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের ‘সেবাশ্রয় ২’ পরিদর্শন করেন অভিষেক। বিকেল সাড়ে তিনটে নাগাদ রসপুঞ্জ পিকে হাইস্কুল গ্রাউন্ডে মডেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি। তার পরে যান পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে সেবাশ্রয় ২-এর ক্যাম্প পরিদর্শনে। 

প্রথম ক্যাম্পের অভাবনীয় সাফল্যের পরে এবারেও ‘সেবাশ্রয় ২’ শিবিরগুলিতে উপচে পড়া ভিড়। অভিষেকের পরিকল্পনা ও কর্মসূচি প্রশংসায় পঞ্চমুখ রোগী থেকে শুরু করে তাঁদের পরিবারের লোকেরাও। ডায়মন্ড হারবারের সাংসদের ‘সেবাশ্রয়’ কর্মসূচি বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছেন। বিরোধী রাজ্যগুলি অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নকল করতে চাইছে। 

এদিন ‘সেবাশ্রয় ২’ শিবিরের বাইরে উপচে পড়ে ভিড়। প্রিয় নেতাকে একঝলক দেখতে, একবার হাত মেলাতে উদ্বেল হয়ে ওঠেন স্থানীয়রা। অভিষেকও কাউকে নিরাশ করেননি। অটোগ্রাফ থেকে সেলফি- সবার আবদার মিটিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেককে পাশে পেয়ে আশ্বস্ত ও আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা। 

spot_img

Related articles

ভারতে প্রথমবার! ১০ মাস আগেই টিকিট কেটে হাউসফুল দেশু-৭ 

দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে টলিউডের একসময়ের সবথেকে চর্চিত জুটি দেব-শুভশ্রী। ছবির নাম এখনও...

তৃণমূলের দাবিতে সিলমোহর! এবার সুপ্রিম নির্দেশ পালন করুক কমিশন 

এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের তোলা একাধিক দাবিতে মান্যতা দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট নির্দেশ...

পকেটে ছ্যাঁকা সুরাপ্রেমীদের! রাজ্যে মদের বিক্রি কমল ২০ শতাংশ 

ক্যালেন্ডারের পাতা ওল্টাতেই রাজ্যে সুরাপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ। ১ ডিসেম্বর থেকে মদের ওপর বাড়তি কর চাপানোর সরকারি সিদ্ধান্তের...

SIR শুনানিতে ডাক নেতাজি-পরিবারের সদস্যদেরও

এসআইআর-এ শুনানির নামে কমিশনের হেনস্থা জারি। মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পাশাপাশি এই হয়রানি থেকে বাদ যাননি নোবেলজয়ী অর্মত্য সেনও।...