একেই বলে ভালবাসার ঠেলা, তার জোর এমনই যে স্বনামধন্য তারকাকেও দাঁড়িয়ে থাকতে দেয় না, একেবারে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।। চেন্নাই বিমানবন্দরের (Chennai Airport) দৃশ্য দেখলে ঠিক এই কথাই মনে হবে। রবিবার রাতে মালয়েশিয়া থেকে চেন্নাই ফিরছিলেন দক্ষিণী বিনোদন জগতের সুপারস্টার বিজয় থালাপতি (Vijay Thalapathi)। বিমানবন্দরে নামতেই কার্যত নাজেহাল অবস্থা অভিনেতার। প্রিয় তারকাকে একবার চোখে দেখার কাছ থেকে ছোঁয়ার উন্মাদনা এতটাই চরম পর্যায়ে পৌঁছয় যে অনুরাগীদের ভিড়ে কার্যত বিমানবন্দরেই প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয় সুপারস্টারের। ঘটনার ভিডিও মুহূর্তের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

চেন্নাই বিমানবন্দরের যে ছবিটা সামনে এসেছে তাতে দেখা গেছে থালাপতিকে দেখতে থিকথিকে ভিড়। বিমানবন্দরের লাউঞ্জ থেকে গাড়িতে উঠতে হিমশিম অবস্থা বিজয়ের। কখনও জামা ধরে টানাটানি, কখনও অভিনেতার গায়ে হাত দেওয়ার চেষ্টা। নিরাপত্তারক্ষীরা হাজার চেষ্টা করেও ভক্তদের ভিড় সামলাতে ব্যর্থ। বিজয় (Vijay Thalapathi) তো প্রায় পড়েই যাচ্ছিলেন, কোনমতে সামলে নেন এবং দ্রুত গাড়িতে উঠে পড়েন। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তারকাদের নিরাপত্তা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতেও একই আলোচনা।গত এক মাসে দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। পুরুষ মহিলা নির্বিশেষে সেলিব্রেটিরা বারবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এখনও পর্যন্ত বিজয় বা তাঁর টিমের তরফ থেকে এই নিয়ে কোনও মন্তব্য মেলেনি।

–
–

–

–

–

–

–

–


