পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে রাজ্যের শহরাঞ্চলে প্রথমবারের মতো রাস্তা নির্মাণের কাজ শুরু হতে চলেছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)-র তত্ত্বাবধানে এই পর্যায়ে পাঁচটি জেলায় মোট ৫,৬১৬টি রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি রাস্তা নির্মাণ হবে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। জেলার পাঁচটি পুরসভা এলাকায় মোট ২,৪৯২টি রাস্তা তৈরি করা হবে। এর মধ্যে মহেশতলায় সর্বাধিক ১,৪৫১টি রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। রাজপুর সোনারপুরে ৬৬১টি, বজবজে ২৯৮টি, পুজালিতে ৬৬টি এবং বারুইপুরে ১৬টি রাস্তা তৈরি হবে।

উত্তর ২৪ পরগনা জেলায় ১৯টি পুর এলাকায় মোট ১,৭৪২টি রাস্তা নির্মাণ করা হবে। বিধাননগর পুরনিগম এলাকায় ১৩৫টি রাস্তা তৈরি হবে। পাশাপাশি বারানগর, বারাসত, ব্যারাকপুর, ভাটপাড়া, দমদম, গারুলিয়া, হালিশহর, কামারহাটি, কাঞ্চরাপাড়া, খড়দহ, মধ্যমগ্রাম, নৈহাটি, নিউ ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, উত্তর দমদম, পানিহাটি এবং দক্ষিণ দমদম—এই সব পুরসভা এলাকাও প্রকল্পের আওতায় থাকছে। জেলার মধ্যে উত্তর দমদমে সবচেয়ে বেশি ১৭০টি এবং বারানগরে ১৬৬টি রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আরও পড়ুন: ডবলইঞ্জিনের হরিয়ানায় ৮ বছরে ৪০৫ দিন প্যারোলে মুক্ত রাম রহিম!

হুগলি জেলায় ১১টি পুরসভা ও পুরনিগম এলাকায় মোট ৯৭১টি রাস্তা নির্মাণ হবে। চন্দননগর পুরনিগম ছাড়াও বৈদ্যবাটি, বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, চাঁপদানি, দানকুনি, হুগলি-চুঁচুড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর এবং উত্তরপাড়া-কোতরং এলাকায় রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। হাওড়া জেলায় বালি ও উলুবেড়িয়া পুরসভা এবং হাওড়া পুরনিগম এলাকায় মোট ৩৪১টি রাস্তা তৈরি হবে। এর মধ্যে হাওড়া পুরনিগম এলাকাতেই ১৫৭টি রাস্তা নির্মাণের কথা রয়েছে। নদিয়া জেলায় মোট ৭০টি রাস্তা তৈরি হবে—এর মধ্যে গয়েশপুরে ৪৬টি এবং কল্যাণীতে ২৪টি।
রাজ্য সরকারের দাবি, পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে গ্রাম ও শহর মিলিয়ে মোট ২০,০৩০ কিলোমিটার রাস্তা নির্মিত হবে। এর ফলে রাজ্যের ৩৫ হাজার গ্রাম ও ১২৮টি পুর এলাকার মানুষ উপকৃত হবেন। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮,৪৮৭ কোটি ৮৩ লক্ষ টাকা, যার সম্পূর্ণটাই রাজ্য সরকার বহন করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে জব কার্ডধারীদের মাধ্যমে প্রায় ১৫ কোটি কর্মদিবস সৃষ্টি হবে। এদিকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর চলতি বছরে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে এক হাজার ৭৫৯ কিলোমিটারেরও বেশি বিটুমিনাস রাস্তা নির্মাণের অনুমোদন পেয়েছে। প্রশাসনের দাবি, রাজ্য জুড়ে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

–

–

–

–

–

–


