Thursday, January 8, 2026

‘আপন’: সোনালি বিবির পুত্রসন্তানের নাম রাখলেন অভিষেক

Date:

Share post:

পূর্ব নির্ধারিত সূচি মেনে হাসপাতালে সোনালি বিবির সঙ্গে দেখা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরিবারের আবদার মেনে শিশুপুত্রর নাম রাখলেন ‘আপন’ (Apon)।

সোমবার, পুত্রসন্তানের জন্ম দেন সোনালি বিবি (Sonali Biwi)। অভিষেক আগেই জানিয়েছিলেন দেখা করবেন তাঁর সঙ্গে। মঙ্গলবার, রামপুরহাটে রণসংকল্প সভা শেষে রামপুরহাট মেডিক্যাল কলেজে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসূতি বিভাগে ভর্তি সোনলি বিবির সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোনালি ও তাঁর মায়ের অনুরোধে সদ্যজাতর নাম রাখেন ‘আপন’।

হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক বলেন, “সোনালি বিবির সঙ্গে দেখা করলাম। দু’জনেই সুস্থ রয়েছে। প্রটোকল মেনে সদ্যোজাতর কাছে যাইনি। সভা থেকে এসেছি ইনফেকশন হওয়ার ভয় থাকে, তাই যাই নি। সোনালি ও তাঁর মা সদ্যোজাতর নাম রাখার অনুরোধ করেন।  আমি নাম রেখেছি আপন (Apon)। কারণ, যে ভাবে ওঁদের পর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, তা কল্পনা করা যায় না। এরা সবাই আমাদের আপন।”

শ্রমিকের কাজে যাওয়া সোনালির পরিবারকে বাংলাদেশী তকমা দিয়ে সীমান্ত পার করে দিয়েছিল দিল্লি পুলিশ (Delhi Police)। অন্তঃসত্ত্বা সোনালির ঠাঁই হয়েছিল বাংলাদেশের জেলে। সাতমাস থাকার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Benarjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) অবশেষে দেশে ফেরেন সোনালি। কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা- সব বিষয়েই নিগৃহীতার পাশে দাঁড়িয়ে ছিল তৃণমূল। সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয় কেন্দ্রের মোদি সরকার। বাংলাদেশের আদালতও জানিয়ে দেয় সোনালি ভারতীয়।
আরও খবরনোবেলজয়ী অমর্ত্যকে SIR নোটিশ, তালিকায় দেব থেকে শামি! কমিশন-বিজেপির বিরুদ্ধে তোপ অভিষেকের

অবশেষে দেশে ফেরেন সোনালি। মুখ্যমন্ত্রীর সাহায্যে জন্য ধন্যবাদ জানান তিনি। সেই সময়ই তাঁর সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন অভিষেক। পরে সোনালির প্রসবের দিন এগিয়ে আসায় অভিষেক জানান, সন্তান জন্মের পরেই তিনি সঙ্গে দেখা করবেন। সোমবার সোনালি পুত্র সন্তানের জন্ম দেওয়ার পরে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজে সোনালি খাতুন একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন জেনে অত্যন্ত আনন্দিত।“

spot_img

Related articles

এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিল নির্বাচন কমিশন।...

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য...

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে...

“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই...