Wednesday, January 7, 2026

ট্রেন সফরে চাদর চুরি শুভেন্দু ঘনিষ্ঠের, ‘বিজেপির সম্পদ’ চুঁচুড়ার নেতাকে কটাক্ষ কুণালের 

Date:

Share post:

‘চুরি ছাড়া কাজ নেই’, বিখ্যাত বাংলা গানের লাইনকে নিজেদের কাজের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে নিয়েছেন গেরুয়া দলের নেতারা (BJP leaders)। দিল্লির কেন্দ্রীয় নেতারা বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর বঙ্গের চুনোপুটি নেতারা মন দিয়েছেন চৌর্যবৃত্তিতে। কিন্তু তাই বলে ট্রেনের চাদর! শেষমেষ এটাও চুরি করতে হল! তীব্র কটাক্ষ রাজ্যের শাসক দলের (TMC)। অভিযুক্ত চুঁচুড়ার নেতাকে ‘বিজেপির সম্পদ’ বলে সমাজমাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

হুগলির বিজেপির লিগাল সেলের নেতা পেশায় আইনজীবী মৃন্ময় মজুমদার (Mrinmay Majumdar) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। জানা গেছে তিনি ট্রেনে করে সিউড়ি যাচ্ছিলেন। সফরকালে তাঁর বিরুদ্ধে চাদর চুরির অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ), যেখানে দেখা গেছে এসি কোচের দায়িত্বে থাকা একজন অ্যাটেনডেন্টকে মৃন্ময় মজুমদারের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, ”আপনি টিকিট কেটেছেন, মানে এই নয় চাদরটা ব্যাগে ভরে নিতে পারেন।” এরপরেই মৃন্ময় মজুমদারকে ‘সরি সরি’ বলতে শোনা গেছে। ঘটনা জানাজানি হতেই তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লেখেন, “বিজেপির সম্পদ, চুঁচুড়ার নেতা মৃন্ময় মজুমদার। ট্রেনের চাদরটা ঝাড়তেও বাদ রাখছে না।” লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে ওই নেতার একটি ছবি পোস্ট করে বিজেপিকে ট্যাগ করে সমাজমাধ্যমে রাজ্যের শাসক দলের তরফে লেখা হয়েছে, ‘একদিকে মোদি আর শুভেন্দুর সঙ্গে ছবি, অন্যদিকে চুরি। এটাই বিজেপির রাজনীতি।ভিভিআইপি সেলফি থেকে কম্বল চুরি, এটাই বিজেপির আসল চরিত্র। যারা চোর-মুক্ত ভারতের কথা বলে তারাই চুরি করছে! মিথ্যা কথা, ঔদ্ধত্য আর চুরিতে গা ভাসিয়েছে তারা।’’

কুকীর্তি ধরা পড়ে যাওয়ায় বিজেপির লিগাল সেলের নেতা সাফাই গেয়ে জানিয়েছেন, তিনি কিছুক্ষণের জন্য বাথরুমে গিয়েছিলেন ফিরে এসে নাকি দেখেন তার ব্যাগে চাদর ঢোকানো রয়েছে। কিন্তু সিসিটিভিতে অন্য কথা বলছে। চাপের মুখে পড়ে এ ব্যাপারে আইনি পরামর্শ নেবেন বলে জানিয়েছেন শুভেন্দু ঘনিষ্ঠ মৃণাল। কিন্তু শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? সংশ্লিষ্ট এসি কোচের অ্যাটেনডেন্টকে হেনস্থাও করেছেন অভিযুক্ত পদ্মনেতা। এক কথায়, বিজেপির তথাকথিত ‘সংস্কার’ চাপা পড়ে গেল ট্রেনের কামরায়। প্রকাশ্যে এদের আসল রূপ।

 

spot_img

Related articles

SIR নিয়ে দুই সুর শমীক-দিলীপের

যতই অমিত শাহ এসে একসঙ্গে বৈঠক করে বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) 'ভাব' করিয়ে...

বাংলাজুড়ে অশান্তি বাধানোর চেষ্টা মালব্যর! আসল ঘটনা ফাঁস পুলিশের

রাজ্যে ফের সাম্প্রদায়িক বিষ ছড়ানোর ব্লু-প্রিন্ট? শান্তিপুরের একটি ব্যক্তিগত বিবাদের ঘটনাকে কেন্দ্র করে ঠিক এই ছকেই বাংলাজুড়ে অশান্তি...

বাসযাত্রীদের নিরাপত্তা জোরদার করতে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

বিভিন্ন প্রান্তে যাত্রীবোঝাই বাসে অগ্নিকাণ্ডের একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে বাসযাত্রীদের নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ও বিস্তৃত নির্দেশিকা জারি...

প্রভাব নেই মৌসমের দলবদলের: মালদহের বৈঠকে প্রচারের দিশা দিলেন অভিষেক

সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে নির্বাচনের প্রস্তুতি সারছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...