কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে তাঁর নামেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে বিচারপতি টি এস শিবজ্ঞানম অবসর নেওয়ার পর বিচারপতি সুজয় পাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। তার আগে এই পদে দায়িত্বে ছিলেন বিচারপতি সৌমেন সেন। পরে তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করা হয় এবং সেই সুপারিশ কার্যকর হওয়ার পর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি পাল।

বিচারপতি সুজয় পালের জন্ম এক প্রবাসী বাঙালি পরিবারে। তাঁর শৈশব ও শিক্ষাজীবনের বড় অংশ কেটেছে মধ্যপ্রদেশে। তিনি এলএস ঝা মডেল স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত রাণি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আইন শিক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করে এলএলবি ডিগ্রি লাভ করেন।
দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার সুবাদে বিচারপতি সুজয় পালের এই নিয়োগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজীবী মহল। নতুন প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে কলকাতা হাইকোর্টে বিচারপ্রক্রিয়ার গতি ও কার্যকারিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন – T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

_

_

_

_

_
_


