ইনিউমারেশন ফর্ম বিলি, সংগ্রহের থেকেও যেন এসআইআর প্রক্রিয়ার (SIR hearing Process) শুনানি পর্বে অনেক বেশি মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে রাজ্যের সরকারি কর্মী ও বিএলও-দের। তা সত্ত্বেও নিজেদের সময়ের লক্ষ্য পূরণে কোনওভাবেই আপসের পথে যাবে না নির্বাচন কমিশন। কমিশনের জেদের শিকার রাজ্যের আরও এক বিএলও। অতিরিক্ত কাজের চাপের জেরে দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরের বিএলও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, মথুরাপুরের গৌরীপুর এলাকার একটি স্কুলের শিক্ষক মাহবুব রহমান মোল্লা (৫২)। তিনি মথুরাপুর দুই নম্বর ব্লকের ১১০ নম্বর বুথের BLO। নির্বাচন কমিশনের চাপানো নিয়ম মেনেই তিনি বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করেছেন। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর তাঁর বুথের একাধিক ভোটারের কাছে কমিশনের তরফে শুনানির নোটিস দেওয়া হয়। পরিবারের দাবি, সেই নিয়ে প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন মাহবুব। আরও পড়ুন: ফের উড়ানে বোমাতঙ্ক ফিরল: জরুরি অবতরণ ইন্ডিগো-র বিমানের

শনিবার রাতে তিনি অতিরিক্ত অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাঁকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন মাহবুব। সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেছে পরিবার। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের চাপ ও মানসিক চাপের ফলেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
–

–

–

–

–

–

–


