‘সুপ্রিম’ নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় সূত্রের খবর, আগামী ২৭ জানুয়ারি অভিষেক সহ ১০ সদস্যের এক প্রতিনিধি দল সিইও-র সঙ্গে দেখা করতে চেয়ে ই-মেল পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর দিল্লিতে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক। সেই বৈঠক কার্যত তপ্ত বাক্যবিনিময়ে পর্যবসিত হয়েছিল। অভিষেক দাবি করেছিলেন, কমিশনার তাঁর দিকে আঙুল তুলে কথা বললে তিনি পাল্টা জবাব দিয়ে বলেছিলেন, আমি মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, তাই দায়বদ্ধতা মানুষের কাছেই। দিল্লির সেই অভিযানে এসআইআর সংক্রান্ত যে দাবিগুলি কমিশন মানেনি, সুপ্রিম কোর্টের রায়ে তার অনেকগুলোই এখন মান্যতা পেয়েছে। তৃণমূল সূত্রে খবর, ২৭ জানুয়ারি সিইও-র সঙ্গে বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা এবং বিএলএ-দের প্রবেশাধিকার সুনিশ্চিত করার বিষয়টি নিয়েই জোরালো সওয়াল করবেন অভিষেক।

প্রসঙ্গত, সোমবারই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসংগতির কারণে যে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছিল, তাঁদের তালিকা কমিশনকে প্রকাশ্যে আনতে হবে। এই তালিকা কেবল অনলাইনে নয়, প্রতিটি প্রশাসনিক কার্যালয়েও টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি শুনানির সময় ভোটারদের দেওয়া নথির প্রাপ্তি স্বীকারের রসিদ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করেই এবার ময়দানে নেমেছে শাসকদল।

আরও পড়ুন- শীতের শহরে রহস্যের হাতছানি! ‘সোনার কেল্লা’ দিয়েই নন্দনে শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব

_

_

_

_

_

_
_


