Tuesday, January 20, 2026

সুপ্রিম রায়ের পরেই পদক্ষেপ! ১০ প্রতিনিধি নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সময় চাইলেন অভিষেক

Date:

Share post:

‘সুপ্রিম’ নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় সূত্রের খবর, আগামী ২৭ জানুয়ারি অভিষেক সহ ১০ সদস্যের এক প্রতিনিধি দল সিইও-র সঙ্গে দেখা করতে চেয়ে ই-মেল পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর দিল্লিতে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক। সেই বৈঠক কার্যত তপ্ত বাক্যবিনিময়ে পর্যবসিত হয়েছিল। অভিষেক দাবি করেছিলেন, কমিশনার তাঁর দিকে আঙুল তুলে কথা বললে তিনি পাল্টা জবাব দিয়ে বলেছিলেন, আমি মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, তাই দায়বদ্ধতা মানুষের কাছেই। দিল্লির সেই অভিযানে এসআইআর সংক্রান্ত যে দাবিগুলি কমিশন মানেনি, সুপ্রিম কোর্টের রায়ে তার অনেকগুলোই এখন মান্যতা পেয়েছে। তৃণমূল সূত্রে খবর, ২৭ জানুয়ারি সিইও-র সঙ্গে বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা এবং বিএলএ-দের প্রবেশাধিকার সুনিশ্চিত করার বিষয়টি নিয়েই জোরালো সওয়াল করবেন অভিষেক।

প্রসঙ্গত, সোমবারই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসংগতির কারণে যে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছিল, তাঁদের তালিকা কমিশনকে প্রকাশ্যে আনতে হবে। এই তালিকা কেবল অনলাইনে নয়, প্রতিটি প্রশাসনিক কার্যালয়েও টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি শুনানির সময় ভোটারদের দেওয়া নথির প্রাপ্তি স্বীকারের রসিদ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করেই এবার ময়দানে নেমেছে শাসকদল।

আরও পড়ুন- শীতের শহরে রহস্যের হাতছানি! ‘সোনার কেল্লা’ দিয়েই নন্দনে শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে...

আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...

রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া গতি পেল। রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল...

শীতের শহরে রহস্যের হাতছানি! ‘সোনার কেল্লা’ দিয়েই নন্দনে শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব

উত্তুরে হাওয়ার আমেজ আর টানটান উত্তেজনার রহস্য রোমাঞ্চ— এই দুইয়ের মেলবন্ধনে এবার জমজমাট হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক শিশু...