Tuesday, January 20, 2026

শীতের শহরে রহস্যের হাতছানি! ‘সোনার কেল্লা’ দিয়েই নন্দনে শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব

Date:

Share post:

উত্তুরে হাওয়ার আমেজ আর টানটান উত্তেজনার রহস্য রোমাঞ্চ— এই দুইয়ের মেলবন্ধনে এবার জমজমাট হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই উৎসব, যা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। শিশু কিশোর আকাদেমির উদ্যোগে আয়োজিত এই চলচ্চিত্র উৎসব এবার ১২ বছরে পা দিল। এবারের উৎসবের মূল ভাবনা বা থিম রাখা হয়েছে ‘ট্রেজার হান্ট’ বা গুপ্তধনের সন্ধান।

সোমবার সাংবাদিক সম্মেলনে এই উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন শিশু-কিশোর আকাদেমির চেয়ারপার্সন অর্পিতা ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী জানান, এবার উৎসবের সূচনা হবে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘সোনার কেল্লা’ দিয়ে। ফেলুদার ৬০ বছর পূর্তি উপলক্ষে এবারের উৎসবে ফেলুদার ছবির বিশেষ প্রাধান্য থাকছে। পাশাপাশি জন্মশতবর্ষে শ্রদ্ধা জানানো হবে কিংবদন্তি সলিল চৌধুরী, সন্তোষ দত্ত এবং তৃপ্তি মিত্রকে।

নন্দন ১, ২ ও ৩ ছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন, রবীন্দ্র ওকাকুরা ভবন এবং রবীন্দ্রতীর্থে সিনেমাগুলি প্রদর্শিত হবে। সপ্তাহব্যাপী এই উৎসবে ৩২টি দেশের মোট ১৮০টি সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। গোটা নন্দন চত্বর সাজিয়ে তোলা হচ্ছে রহস্যের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে। গগনেন্দ্র প্রদর্শনশালায় আয়োজন করা হচ্ছে ‘গুপ্তধনের অভিযান’ শীর্ষক একটি বিশেষ প্রদর্শনীর। এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হলো খুদেদের তৈরি চলচ্চিত্র। সম্প্রতি রূপকলা কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় পড়ুয়ারা মোবাইলে সিনেমা তৈরির পাঠ নিয়েছিল। সেই কর্মশালায় তৈরি ৪০টি মোবাইল ফিল্ম প্রদর্শিত হবে এবং তার মধ্যে থেকে সেরা তিনটিকে পুরস্কৃত করা হবে।

মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ২৩ জানুয়ারি দিনটি এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওই একই দিনে নেতাজীর জন্মদিন এবং সরস্বতী পুজো পড়েছে। ফলে উৎসবের মেজাজ কয়েক গুণ বেড়ে যাবে এবং মানুষের ভিড়ও উপচে পড়বে বলে আশা করা হচ্ছে। অর্পিতা ঘোষ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০১১ সাল থেকে এই উৎসবের পথ চলা শুরু। এবার বাংলা ভাষার ছবিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলা সংস্কৃতির ব্যাপ্তি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন- ভারতে প্রথমবার! ১০ মাস আগেই টিকিট কেটে হাউসফুল দেশু-৭ 

_

_

_

_

_

_

spot_img

Related articles

রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া গতি পেল। রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল...

সুপ্রিম রায়ের পরেই পদক্ষেপ! ১০ প্রতিনিধি নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সময় চাইলেন অভিষেক

'সুপ্রিম' নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয়...

ভারতে প্রথমবার! ১০ মাস আগেই টিকিট কেটে হাউসফুল দেশু-৭ 

দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে টলিউডের একসময়ের সবথেকে চর্চিত জুটি দেব-শুভশ্রী। ছবির নাম এখনও...

তৃণমূলের দাবিতে সিলমোহর! এবার সুপ্রিম নির্দেশ পালন করুক কমিশন 

এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের তোলা একাধিক দাবিতে মান্যতা দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট নির্দেশ...