বন্ধ হয়ে গেলো হাওড়ার উলুবেড়িয়ার চেঙ্গাইলের প্রেমচাঁদ জুট মিল (Premchand Jute Mill)। যার জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় চার হাজার শ্রমিক। মঙ্গলবার সকালে গেটে তালাবন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। তাঁদের দাবি, কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনোরকম আলোচনা না করেই বন্ধ করে দিয়েছে কারখানা। জানা গিয়েছে, এইদিন সকাল ৮টার শিফট থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মিল। যদিও কর্তৃপক্ষের দাবি, সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কারখানা। ২৩ ফেব্রুয়ারি থেকে আবার খোলার কথাও জানানো হয়েছে নোটিশে। কিন্তু তাতেও ভরসা খুঁজে পাচ্ছে না শ্রমিকরা। আরও পড়ুন: হাজারের বেশি মাদ্রাসার সরকারি স্বীকৃতি, জেলাস্তরে চলছে যোগ্যতা যাচাই

মিল কর্তৃপক্ষের বক্তব্য, বর্তমানে মিলে যে তাঁত চালু আছে তার উৎপাদন ক্ষমতা খুব কম এবং যার থেকে লাভের সম্ভবনা খুব ক্ষীণ। প্রতিদিন বিশাল লোকসানের মধ্যে দিয়ে আর কারখানা চালিয়ে রাখা সম্ভব হচ্ছে না। যদিও মিলের ইউনিয়ন টিইউসিসির সম্পাদক হাবিবুর রহমানের দাবি, পাটের যোগান নেই এটা দেখানোর পাশাপাশি শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করার পরিকল্পনা করেই মিল বন্ধ করা হয়েছে।

–

–

–

–

–

–

–

–


