তিন তালাক বিল পাশে বাড়িতে উৎসব! যোগীরাজ্যে ঘরছাড়া মুসলিম গৃহবধূ

রাজ্যসভায় তিন তালাক বিল পাশ হয়ে যাওয়ার পর বাড়িতে উৎসব করেছিলেন এক মুসলিম গৃহবধূ। আর সেটাই তাঁর কাল হল। তাৎক্ষণিক তিন তালাক দিয়ে ওই বধূকে বাড়িছাড়া করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের বান্দা জেলার জিগনি গ্রামে।

পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর নাম মুফেদা খাতুন। তিন তালাক বিল পাশের পরই বাড়িতে উৎসব করেছিলেন তিনি। ওই মহিলার অভিযোগ, বাড়িতে ঢুকে তাঁর স্বামী সামসুদ্দিন উৎসবের কথা শুনেই প্রচণ্ড রেগে যান। সঙ্গে সঙ্গেই তিনবার তালাক বলে তাঁকে ঘর থেকে বের করে দেন। পুলিশ সামসুদ্দিনের বিরুদ্ধে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Previous article370 বাতিল, জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাব কেন্দ্রের
Next articleসাত দশক ধরে চালু থাকা 370 ধারা বাতিল, নতুন পথে যাত্রা শুরু কাশ্মীরের