টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান এখন অবশ্য শুধু অভিনেত্রী নয় তার পাশাপাশি বসিরহাটের সাংসদও বটে। তিনি আবার সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধও হয়েছেন। সব মিলিয়ে তিনি তাঁর নতুন জীবনে খুবই ব্যস্ত। কিন্তু সেই ব্যস্ততার ফাঁকে তার দেখা মিলল একটা গহনার দোকানে। আজ, সোমবার সল্টলেক সিটি সেন্টারে ‘দ্য পিঙ্ক লেন’ নামে একটি সিলভার জুয়েলারি শোরুম লঞ্চ হয়। এই নতুন গয়নার শোরুমের উদ্বোধন করতে আসেন নুসরত। তিনি এই অনুষ্ঠানে এসে জানান “এখানে অনেক ভালো ভালো গয়নার কালেকশন রয়েছে, যেমন কানের দুল, ব্রেসলেট বিভিন্ন ধরনের আধুনিক ডিজাইনের গয়নার সম্ভার মিলবে এই প্রতিষ্ঠানে। তাই র দেরি নয় পুজো আসতে আর জাস্ট কয়েকটা দিন বাকি তাই একবার সময় করে ঘুরেই আসুন ‘দ্য পিঙ্ক লেন’ থেকে আর কিনে ফেলুন মনের মত গয়না আপনার মনের মানুষটির জন্য”।
